ফের চমক BSNL-এর! আনলিমিটেড কলিং সহ ১০০ জিবি ডেটার দুর্ধর্ষ প্ল্যান মিলছে মাত্র এত টাকায়

Published on:

Published on:

BSNL brings a cheap recharge plan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: BSNL ব্যবহারকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা শিক্ষার্থীদের জন্য একটি নতুন স্টুডেন্ট স্পেশাল মোবাইল প্ল্যান লঞ্চ করেছে। যেখানে মাত্র ২৫১ টাকায় আনলিমিটেড কলিং এবং ১০০ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাচ্ছে।

BSNL-এর দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান:

জানিয়ে রাখি যে, দেশজুড়ে BSNL-এর দ্রুত 4G নেটওয়ার্ক সম্প্রসারণের আবহেই এই প্ল্যানটি সামনে এসেছে। ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত উপলব্ধ এই অফারটি শিক্ষার্থী, প্রফেশনালস এবং হেভি ডেটা ইউজারদের লাভবান করে তুলবে।

BSNL brings a cheap recharge plan.

প্ল্যানের মূল্য এবং সুবিধা: BSNL-এর নতুন স্টুডেন্ট স্পেশাল রিচার্জ প্ল্যানের দাম ২৫১ টাকা এবং এর ভ্যালিডিটি ২৮ দিন। কোম্পানিটি ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সীমিত সময়ের অফার হিসেবে এই প্ল্যানটি চালু করেছে। এই প্ল্যানটি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য তৈরি হলেও BSNL জানিয়েছে যে এটি সমস্ত যোগ্য গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। কম দাম এবং দীর্ঘ ভ্যালিডিটি এই প্ল্যানটিকে একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! ডিসেম্বরেই মিলবে বড় স্বস্তি? দুর্দান্ত সুখবর শোনাতে পারে RBI

BSNL স্টুডেন্ট স্পেশাল প্ল্যানের সুবিধা: জানিয়ে রাখি যে মাত্র ২৫১ টাকার এই স্টুডেন্ট স্পেশাল প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাবেন। এছাড়াও, এই অফারটি কেবলমাত্র নতুন ব্যবহারকারীদের জন্য নয়, বরং সকল BSNL গ্রাহকদের জন্য উপলব্ধ রয়েছে।

আরও পড়ুন: U-19 World Cup-এ ভারত-পাকিস্তানের মধ্যে হবে না কোনও ম্যাচ? ICC-র জারি করা শিডিউলে বড় চমক

BSNL স্টুডেন্ট স্পেশাল প্ল্যান কীভাবে অ্যাক্টিভেট করবেন: এই প্ল্যানটি অ্যাক্টিভেট করা খুবই সহজ। গ্রাহকরা তাদের নিকটতম BSNL গ্রাহক পরিষেবা কেন্দ্রে (CSC) গিয়ে প্ল্যানটি সক্রিয় করতে পারেন। এছাড়াও, ১৮০০-১৮০-১৫০৩ এই টোল ফ্রি নম্বরে কল করে অথবা BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট, bsnl.co.in-এ গিয়েও প্ল্যানটি সক্রিয় করা যেতে পারে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই TCS BSNL-এর জন্য ১০০,০০০ 4G সাইট চালু করেছে। যা এই সংস্থার নেটওয়ার্ক কভারেজকে আরও শক্তিশালী করেছে।