বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি বিএসএনএল (BSNL) গ্রাহক হন। তাহলে আপনার জন্য রয়েছে সুসংবাদ। এবার বাকি টেলিকম সংস্থাগুলির সঙ্গে টক্কর দিতে প্রতিযোগিতায় নামছে বিএসএনএল (BSNL)। সূত্রের খবর এবার ২০০ টাকার নিচে দারুন রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে এসেছে বিএসএনএল। কোম্পানি এনেছে এই মোবাইল রিচার্জ প্লানটি। এবার আপনিও যদি বিএসএনএল গ্ৰাহক হন। তাহলে জেনে নিন কী কী সুবিধা আপনি পাবেন এই নতুন রিচার্জ প্ল্যানে।
২০০ টাকার কমে BSNL রিচার্জ, মিলবে ডাটা-টকটাইমে সহ বাড়তি সুবিধা (BSNL)
বিএসএনএল টেলিকম কোম্পানি এবার প্রতিযোগিতায় নেমেছে বাকি সব টেলিকম কোম্পানির সঙ্গে। সম্প্রতি মাত্র ২০০ টাকার নিচে দারুন রিচার্জ প্ল্যান এর সুবিধা দিচ্ছে বিএসএনএল (BSNL)। কোম্পানি তাদের নতুন রিচার্জ প্লানে এই নতুন প্যাকটি নিযুক্ত করেছে।
আরও পড়ুন: ইমিউনিটি শক্ত করতে চাইলে সপ্তাহে ক’দিন মাছ খাওয়া জরুরি? বিশেষজ্ঞদের মতামত
বিএসএনএল তার গ্রাহকদের সুবিধা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি এখন এই কোম্পানি এমন কিছু করছে যা অন্যান্য টেলিকম সংস্থাগুলি জন্য চাপ সৃষ্টি করছে। আসলে সম্প্রতি এই কোম্পানি ২০০ টাকার কম দামে একটি সাশ্রয়ী প্ল্যান চালু করেছে। কোম্পানি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই প্ল্যান সম্পর্কে তথ্য দিয়েছে। সেই তথ্য অনুযায়ী নতুন এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে বলে বলা হয়েছে।
এক্স হ্যান্ডেলে প্লান্টিক ঘোষণা করার সময় বিএসএনএল কোম্পানি অন্যান্য বেসরকারি কোম্পানির প্ল্যান এর দাম ও সুবিধা গুলি সঙ্গে তুলনা করেছে। একটি বেসরকারি কোম্পানি প্ল্যান এর দাম ১৯৯ টাকা। কিন্তু তার মেয়াদ থাকছে মাত্র ১৪ দিন।
এতে ব্যবহারকারীদের সীমাহীন ও বিনামূল্যে ন্যাশনাল রোমিং কল ও দৈনিক দুই জিবি ডাটা দেওয়া হচ্ছে। অন্যদিকে এই একই দামে এক মাসের জন্য এই সুবিধা দিচ্ছে বিএসএনএল (BSNL)। বিএসএনএলের এই সস্তার প্যাক ইতিমধ্যে চাপে ফেলেছে বাকি সব টেলিকম সংস্থা গুলিকে।