বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এমতাবস্থায়, আপনিও যদি BSNL-এর একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
দুর্দান্ত প্ল্যান সামনে আনল BSNL:
মূলত, যদি আপনি কম দামে দীর্ঘ ভ্যালিডিটি চান, সেক্ষেত্রে আপনার BSNL-এর ১,৪৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি পছন্দ হতে পারে। এই প্ল্যানটি বিশেষ করে তাঁদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা কম খরচে তাদের সিম সক্রিয় রাখতে চান। বর্তমান প্রতিবেদনে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

BSNL-এর ১,৪৯৯ টাকার প্ল্যান: ১,৪৯৯ টাকার এই সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। তবে, ৩২ জিবি ডেটা ব্যবহারের পরে, গতি ৪০ কেবিপিএসে কমে যাবে। এর অর্থ হল আপনি ৩২ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা পাবেন। তবে, এর পরেও, কোম্পানি ডেটা সরবরাহ করবে, কিন্তু, গতি উল্লেখযোগ্যভাবে কম থাকবে। এই প্ল্যানে আইমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও রয়েছে। ডেটা এবং কলিং ছাড়াও এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি ফ্রি SMS-এর সুবিধাও মিলবে।
আরও পড়ুন: বাংলা হান্ট-এর সাক্ষাৎকারে সৌরভের সমালোচনা! মেসি ভক্তের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা মহারাজের
BSNL-এর ১৪৯৯ টাকার প্ল্যানের মেয়াদ: এই প্ল্যানের ভ্যালিডিটি হল ৩০০ দিন। মূল্য এবং ভ্যালিডিটির ওপর ভিত্তি করে, এই রিচার্জ প্ল্যানের দাম প্রতিদিন মাত্র ৪.৯৯ টাকা। জানিয়ে রাখি যে, BSNL ইতিমধ্যেই সারা দেশে ১,০০,০০০ টি নতুন 4G মোবাইল টাওয়ার সফলভাবে স্থাপন করেছে। এই টাওয়ারগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সেগুলি 5G-র জন্যও প্রস্তুত। কোম্পানিটি শীঘ্রই তাদের 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, দিল্লি এবং মুম্বাইয়ের মতো প্রধান শহরগুলিতে শীঘ্রই প্রাথমিক রোলআউটের অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে আরও গতি পাবে iPhone উৎপাদন! বড় পদক্ষেপ নিল টাটা গ্রুপ, জানলে চমকে উঠবেন
এয়ারটেলের প্ল্যান: উল্লেখ্য যে, এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান হল ১,৮৪৯ টাকার। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। কিন্তু কোম্পানি এই প্ল্যানে শুধুমাত্র কলিং এবং SMS-এর সুবিধা প্রদান করে। অর্থাৎ, এই প্ল্যানের সঙ্গে কোনও ডেটা অন্তর্ভুক্ত নেই। এছাড়াও, কোম্পানিটি আরও ২ টি প্ল্যান উপলব্ধ করেছে। যেগুলির দাম ১,৭৯৮ টাকা এবং ১,৭২৯ টাকা। ২ টি প্ল্যানের ভ্যালিডিতি ৮৪ দিন।












