Airtel, Jio, Vi কে টেক্কা দিতে এবার মাঠে নামছে BSNL! এই দিন লঞ্চ করতে চলেছে 4G, 5G পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বর্তমানে দেশের প্রায় প্রতিটি টেলিকম সংস্থা ইতিমধ্যেই ভারতে 5G পরিষেবা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে, ভারতের প্রথমসারির বেসরকারি টেলিকম সংস্থাগুলি অর্থাৎ Airtel, Vodafone-Idea, Reliance Jio চলতি বছরের শেষেই হয়তো 5G নেটওয়ার্ক শুরু করতে পারে।

যদিও, মনে করা হচ্ছে যে, টেলিকম সংস্থাগুলির কাছে 5G প্রবর্তন করার ক্ষেত্রে বিলম্বের কারণ হল স্পেকট্রাম নিলাম। এখনও সরকারের তরফে নিলামের জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। যদিও, সম্প্রতি টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, চলতি বছরের জুন মাসেই 5G নিলাম হতে পারে। এমতাবস্থায়, সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছে টেলিকম সংস্থাগুলি।

   

তবে, সেই তালিকায় পিছিয়ে নেই BSNL-ও! ইতিমধ্যেই মনে করা হচ্ছে যে, এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা চলতি বছরেই শুরু করতে পারে 4G নেটওয়ার্ক পরিষেবা। পাশাপাশি, ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেই 5G পরিষেবা নিয়ে আসতে চলেছে সংস্থা।

BSNL-এর 4G পরিষেবা:
জানা গিয়েছে যে, ইতিমধ্যেই BSNL এবং Tata Consultancy Services (TCS)-এর যৌথ উদ্যোগে 4G পরিষেবা আসতে চলেছে। শুধু তাই নয়, এই প্রথম 4G পরিষেবার জন্য ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে। BSNL-এর ডিরেক্টর সুশীল কুমার মিশ্র স্বয়ং এই তথ্য উপস্থাপিত করেছেন। চলতি বছরেই কোম্পানি তার 4G নেট‌ওয়ার্ক শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পাশাপাশি, রাষ্ট্র পরিচালিত টেলকো দেশীয় 4G নেটওয়ার্ক চালু করার ক্ষেত্রে লক্ষ্য রাখছে বলে জানা গিয়েছে। এছাড়াও, টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিকস যৌথভাবে একটি নেটিভ 4G কোর তৈরি করেছে।

BSNL-এর 5G পরিষেবা:
এই প্রসঙ্গে PTI-এর একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আগামী বছরেই ভারতে 5G পরিষেবা চালু করতে পারে BSNL। পাশাপাশি, এই সংক্রান্ত কাজও শুরু হয়ে গিয়েছে।

bsnl a

১৫ আগস্টে 4G ও 5G সার্ভিসের ঘোষণা করবে BSNL:
ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, চলতি বছরের ১৫ আগস্ট নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) মোডে 5G নেটওয়ার্ক চালু করা যেতে পারে। এর পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড 5G নেটওয়ার্ক ছাড়াই 5G পরিষেবা দেওয়া হবে বলেও জানানো হয়। যদিও, এই প্রসঙ্গে সংস্থার তরফে এখনও কোনো অফিসিয়াল বিবৃতি সামনে আসেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর