BSNL গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ! এক ধাক্কায় এই রিচার্জ প্ল্যানের দাম কমল ১০০ টাকা

বাংলা হান্ট ডেস্ক : জুলাই মাস থেকেই টেলিকম অপারেটর সংস্থা গুলি এক ধাক্কায় অনেকটাই দাম বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের (Recharge Plan)। যার ফলে প্রত্যেক মাসে মাসে রিচার্জ করতেই নাভিশ্বাস ওঠার জোগাড় হয় মধ্যবিত্তের।  তবে এরই মাঝে গ্রাহকদের খানিক স্বস্তি দিচ্ছে  সরকারি টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএল (BSNL)। তাই বিগত কয়েক বছরের যে হারে এই সরকারি টেলিকম কম সংস্থার গ্রাহক সংখ্যা কমে গিয়েছিল সম্প্রতি আবার তা বাড়তে শুরু করেছে।

সস্তার প্ল্যানে ১০০ টাকা কমাল BSNL

কারণ ইদানিং অনেকেই এয়ারটেল,জিও, কিংবা ভোডাফোনের মত সংস্থা টেলিকম কোম্পানির পরিবর্তে সস্তার বিএসএনএল (BSNL)-এর প্ল্যান রিচার্জ করছেন। তাই এবার বিএসএনএল-এর তরফ থেকে গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে একটি দুর্দান্ত অফার। যার ফলে এক ধাক্কায় ১০০ টাকা কমানো হয়েছে বিএসএনএল-এর মোবাইল রিচার্জ প্লানের দাম।

   

যার মাধ্যমে গ্রাহকরা ভরপুর ইন্টারনেট সুবিধা পেতে চলেছেন। আসলে বিএসএনএলের এই অফার দেয়া হয়েছে তাদের গ্রাহকদের জন্য। আর এই অফারটি শুধুমাত্র বিএসএনএলের (BSNL) ফাইবার গ্রাহকদের জন্যই প্রযোজ্য। মূলত যে সমস্ত গ্রাহক বিএসএনএল ফাইবার ইন্টারনেট বা ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করছেন তারাই মোবাইল রিচার্জ প্ল্যানের সুফল ভোগ করতে পারবেন।

আরও পড়ুন : ঘূর্ণাবর্তের জের! বুধে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ৩ জেলাঃ আবহাওয়ার খবর

এতদিন এই প্ল্যানের দাম ছিল ৪৯৯ টাকা। কিন্তু এখন সেই রিচার্জ প্লানের দাম ১০০ টাকা কমিয়ে করা হয়েছে ৩৯৯ টাকা। ৫ আগস্ট এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে নিজেদের এক্স হ্যান্ডলে জানিয়েছিল বিএসএনএল কর্তৃপক্ষ। তবে এখানে বলে রাখি এই অফারটি চালু থাকছে শুধুমাত্র প্রথম তিন মাসের জন্য। অর্থ্যাৎ শুধুমাত্র BSNL ফাইবার ইন্টারনেট পরিষেবা চালু করার প্রথম তিন মাস পর্যন্ত-ই এই সুবিধা পাওয়া যাবে। তবে চতুর্থ মাস থেকে আবার ৪৯৯ টাকা দিতে হবে।

BSNL1

কী কী সুবিধা পাওয়া যাবে?

এই ফাইবার প্ল্যানে একসাথে ৩৩০০ জিবি ডেটা পরিষেবা পাবেন গ্রাহকরা। এই প্ল্যানে সাধারণত ৬০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া গেলেও ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি হবে ৪ এমবিপিএস। অর্থাৎ এই সুবিধা শুধুমাত্র BSNL-এর নতুন গ্রাহকরা পেতে চলেছেন। কেউ যদি এই প্ল্যান নিতে চান তাহলে তাকে হোয়াটসঅ্যাপে ১৮০০-৪৪-৪৪ এই নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর