BSNL আনল ৬৬ টাকার দুর্দান্ত প্ল্যান! বছরভর মিলবে আনলিমিটেড কল, থাকছে SMS ও ডেটার সুবিধাও

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগাচ্ছে ততই যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান গ্রাহকদের সামনে নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited)। শুধু তাই নয়, ইতিমধ্যেই BSNL তার সাশ্রয়ী প্ল্যানের জন্য গ্রাহকদের কাছে জনপ্রিয়ও হয়ে উঠেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা BSNL-এর দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যানের প্রসঙ্গ উপস্থাপিত করব।

মূলত, ৭৯৭ টাকার এই প্ল্যানটি ১২ মাসের বৈধতা সহ উপলব্ধ থাকে। যা এটিকে সবচেয়ে সস্তা প্ল্যানের তকমাও দিয়েছে। এমতাবস্থায়, আপনি যদি প্রতি মাসে এই প্ল্যানের খরচ দেখেন সেক্ষেত্রে তা হবে মাত্র ৬৬ টাকা। শুধু তাই নয়, এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কল এবং দৈনিক ২ GB ডেটাও পাবেন।

BSNL-এর ৭৯৭ টাকার প্ল্যান: BSNL-এর ৭৯৭ টাকার প্রিপেড প্ল্যান সমগ্ৰ বছরের জন্য অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে দৈনিক ২ GB ডেটাও পাওয়া যায়। পাশাপাশি, প্রিপেড প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পান। এর পাশাপাশি আপনি লোকাল, STD এবং রোমিং কলও করতে পারবেন। এছাড়াও প্রতিদিন ১০০ টি SMS বিনামূল্যে করা যাবে। তবে, আপনি ৬০ দিনের জন্য এই সমস্ত সুবিধা পাবেন। মূলত, এটি একটি প্ল্যান এক্সটেনশন প্ল্যান হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি দৈনিক ২ GB ডেটার সীমা শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৪০ Kbps হয়ে যায়। BSNL-এর সাইটেও এই সংক্রান্ত তথ্যগুলি দেওয়া রয়েছে।

bsnl a

৭৯৭ টাকার প্ল্যানের মাসিক খরচ: আমরা আগেই জানিয়েছি যে, এই প্ল্যানটির ক্ষেত্রে আপনার প্রতি মাসে খরচ হবে মাত্র ৬৬ টাকা। অর্থাৎ, আপনি ১২ মাস যাবৎ এই স্বল্প খরচের মাধ্যমেই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যত খুশি কথা বলতে পারেন। পাশাপাশি রিচার্জের অভাবে আপনার ফোনের সংযোগও বিচ্ছিন্ন হবেনা। মূলত, এই প্ল্যানটি হল সেই সমস্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত যাঁরা তাঁদের সিম সারা বছর সক্রিয় রাখতে চান। এমতাবস্থায়, বাজারে স্থিত অন্যান্য প্ল্যানের তুলনায় এই প্ল্যানটি স্বাভাবিকভাবেই অনেকটা সস্তা। আর এই কারণেই গ্রাহকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর