বাংলাহান্ট ডেস্ক : Jio কে ঝটকা দিয়ে এবার বাজারে নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এল বিএসএনএল (BSNL)। ২৯৯৯ টাকা এবং ২৯৯ টাকার এই প্ল্যান দুটি ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে অন্যতম সেরা বিকল্প হতে চলেছে বলেই দাবি সংস্থার। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকরী হতে চলেছে এই প্ল্যান দুটি।
ঠিক কী কী সুবিধা থাকছে এই প্ল্যান দুটিতে, জেনে নিন বিস্তারিত…
প্ল্যান পিভি২৯৯৯ (PV2999)
২৯৯৯ টাকার এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিনের। এই প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি হাইস্পিড ডেটার সঙ্গে পাবেন বিনামূল্যে ১০০ টি এসএমএস এবং সীমাহীন ভয়েস কল সুবিধা। দৈনিক হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে পাওয়া যাবে আনলিমিটেড ৮০ কেবিপিএস ইন্টারনেট স্পিড। প্ল্যানটির আসল বৈধতা ৩৬৫ দিন হলেও, ৩১ মার্চ ২০২২ এর মধ্যে রিচার্জটি করলে বিশেষ অফারে বৈধতা পাওয়া যাবে ৪৫৫ দিনের। অর্থাৎ, আগামী ২ মাসের মধ্যে রিচার্জটি করলে প্রচারমূলক অফারের কারণে গ্রাহককে ৯০ দিনের অতিরিক্ত বৈধতা দেবে বিএসএনএল।
প্ল্যান পিভি২৯৯ (PV299)
এই প্ল্যানটিতেও ২৯৯৯ টাকার মতন সমস্ত সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র এই প্ল্যানটির বৈধতা হবে ৩০ দিনের। অর্থাৎ ২৯৯ টাকায় পাওয়া যাবে ৩০ দিন প্রতিদিন ৩ জিবি হাইস্পিড ডেটা, ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল পরিষেবা।
তাদের আগের ২৩৯৯ টাকার প্ল্যানটিতে কিছু পরিবর্তনও এনেছে বিএসএনএল(BSNL)। পিভি২৩৯৯ প্ল্যানটিও ৩৬৫ দিনের জন্যই বৈধ। কিন্তু এবার বিশেষ অফারে অতিরিক্ত ৬০ দিনের বৈধতা দেবে সংস্থা। ৩১ মার্চের মধ্যে রিচার্জ করলে এই প্ল্যানটির বৈধতা হবে ৪২৫ দিন। এই প্ল্যানটিতে দৈনিক ২ জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল পরিষেবা। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গেই বিনামূল্যে পাওয়া যাবে ইরোস নাও এর ফ্রি সাবস্ক্রিপসানও।
তাদের এই নতুন প্ল্যানগুলিকে নিয়ে অত্যন্ত আশাবাদী সংস্থা। বিএসএনএলের দাবি এই প্ল্যানগুলি গ্রাহকদের কাছে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। যাঁরা বেশি ডেটা এবং বেশিদিনের বৈধতা যুক্ত প্ল্যান চান, তাঁদের জন্য অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে তুলনামূলক কম খরচের এই প্ল্যানগুলি।