এক রিচার্জেই সব! Jio কে টেক্কা দিতে নতুন বছরের জন্য দুর্দান্ত অফার আনলো BSNL

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক :  জিওর ধামাকার পর ধামাকা। মনসুন, সামার থেকে শুরু করে দীপাবলী ও দুর্গাপুজা কিংবা যেকোনে পালাপার্বণে একের পর এক এক অফার দেয় জিও। প্রায় তিন বছর ধরে তো ইন্টারনেটে জিও বিপ্লব শুরু করে দিয়েছে। আর তাই জিও দৌড়ে পড়ে অন্যান্য সমস্ত কোম্পানিগুলির অবস্থা একেবারে নাজেহাল। কোম্পানি বাঁচাতে গিয়ে জলের দামে ঘরের অফার বেচে কার্যত রাস্তায় বসার অবস্থা হয়েছে। তাই তো কোটি কোটা টাকা ক্ষতিপূরণের মুখে প়ড়তে হয়েছে ভোডাফোন ও এয়ারটেলকে।

তা থেকে যদিও বাদ যায়নি বিএসএনএল। কারণ যেভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাতে তো নিজেদের কর্মী বাঁচাতে গিয়েই কার্যত নাজেহাল হতে হচ্ছে।  তবে জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিন্তু বাএসএনএলও সুযোগ নিচ্ছে। তাইতো জিওর বড়দিনের অফারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নতুন বছরের জন্য নতুন অফার চালু করল বিএসএনএল। জিওর নতুন বছরে প্ল্যানেতে গ্রাহকরা কিন্তু এক বছরের জন্য প্রতিদিন হারে দেড় জিবি করে ডেটা পাবে।

পাশাপাশি থাকছে বারো হাজার মিনিট অন্য নেটওয়ার্কে কল কারার সুবিধা। এর সঙ্গো তে জিও টু জিও আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা রয়েছে। কিন্তু এবার বড়দিনের দিনই কিন্তু দারুন অফার দিল বিএসএনএল। ২৫ ডিসেম্বর বিএসএনএল ১৯৯৯ টাকার একটি প্ল্যানের কথা ঘোষনা করেছে। আর এই বিশেষ অফারে গ্রাহকরা পাবেন ৩ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস। তারসঙ্গে আবার বিএসএনএল টিভির সুবিধা রয়েছে।

৩১ জানুয়ারী অবধি অফার গ্রহণের এই সুযোগ পাবেন। অন্যদিকে আবার টকটাইমের সুবিধা রয়েছে ৪৫০ টাকার রিচার্জে পাওয়া যাবে ৫০০ টাকার টকটাইম, ২৫০ টাকার রিচার্জে পাওয়া যাবে ২৭৫ টাকার টকটাইম।অর্থাত্ বর্ষবরণের সাথে সাথে এই প্রচন্ড ঠান্ডায় গরমাগরম অফার দিচ্ছে বিএসএনএল। তাইতো এক্কেবারে অন্যভাবে নিজেদের সাজিয়ে নিচ্ছে বিএসএনএল।

X