খরচ হবে না মাত্র ১০০ টাকাও! পেয়ে যাবেন ডেটার সাথে SMS, দুর্দান্ত অফার আনল এই সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে এই মুহূর্তে দাপট দেখাচ্ছে রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও বাজারে আসার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলি বেশ পিছিয়ে পড়েছে। তবে এদের মধ্যে সবথেকে খারাপ অবস্থা রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের।

গ্রাহক সংখ্যার দিক থেকে বিএসএনএল সবথেকে পিছিয়ে থাকলেও গ্রাহকদের খুশি করার জন্য সব সময় এই টেলিকম অপারেটর নিয়ে আসে দুর্দান্ত সব অফার। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে বিএসএনএল সম্প্রতি লঞ্চ করেছে ৯১ টাকা এবং ২৮৮ টাকার দুটি প্রিপেড প্ল্যান। দৈনন্দিন ডেটা কোটার থেকেও যাদের বেশি ডেটার প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যানগুলি উপযুক্ত।

আরোও পড়ুন : ৯ বছরে ২৫ কোটি! দারিদ্রতা ঘুচছে ভারতবাসীর, প্রকাশ্যে এল নীতি আয়োগের বড়সড় আপডেট

বিএসএনএল যে দুটি প্ল্যান সম্প্রতি লঞ্চ করেছে এগুলি আদতে ডেটা ভাউচার। এই প্ল্যানগুলোর সাহায্যে বৈধতা বৃদ্ধি করা যাবে না। শুধুমাত্র অতিরিক্ত ডেটার জন্য এই প্ল্যানগুলি দিয়ে আপনারা রিচার্জ করতে পারেন। জানা গেছে আপাতত এই দুটি প্ল্যান চেন্নাই সার্কেলের জন্য লঞ্চ করা হয়েছে।

আরোও পড়ুন : ‘আমির খানের মেয়ে বিয়ে ইসলাম বিরোধী!’ ক্ষোভে ফেটে পড়ল পাকিস্তানের মিডিয়া সহ মৌলবী

অন্যান্য টেলিকম সার্কেলে কবে এই প্ল্যান লঞ্চ করা হবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। বিএসএনএলের ৯১ টাকার প্ল্যানের বৈধতা সাত দিন। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ৭০০ টি এসএমএস ও ৬০০ এমবি ডেটা। বিএসএনএল এর কোনও বেস প্ল্যানের রিচার্জ আপনার নম্বরে থাকলে তবেই এই ভাউচার কাজ করবে।

BSNL has launched three great cheap plans

অন্যদিকে, ২৮৮ টাকার ভাউচারের বৈধতা ৬০ দিন। এতে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। ফাপ (FUP) নীতি অনুসারে, প্রতিদিনের ডেটা কোটা শেষ হয়ে গেলে গ্রাহকরা ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যে সকল গ্রাহকদের প্রতিদিন প্রচুর পরিমাণ ডেটার প্রয়োজন হয় তারা ২৮৮ টাকার ভাউচার দিয়ে রিচার্জ করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর