BSNL নিয়ে এল বড় চমক। বহুদিন ধরে একের পর এক ইন্টারনেট স্পিড নিয়ে অভিযোগ এর পর তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। সরকারি টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ভারত ফাইবারের (bharat fiber) ইন্টারনেট স্পিড ৮ গুন পর্যন্ত বাড়ানো হবে।
ফেয়ার ইউসেজ পলিসি (Fair Usage Policy) এর স্পিড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫০০ টাকার নীচের সমস্ত প্ল্যানের স্পিড 1 mbps থেকে বেড়ে 2 mbps করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ১৪৯৯ টাকার প্ল্যানের স্পিড বাড়ানো হচ্ছে ৮ গুন। জানিয়ে রাখি এর জন্য কোনো অতিরিক্ত টাকা চার্জ করা হবে না।
BSNL এবার ভারতের প্রতিটি বাড়িতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। এবার বাড়ি বসে অনলাইনে আবেদন করলে Bharat fible এর কানেকশন।
সরকারি টেলিকম কোম্পানি BSNL এই লক্ষ্যে চালু করেছে নতুন পোর্টাল ‘BookMyFiber’ । এই পোর্টালে আবেদন করলেই আপনাকে ফোন করে নেবে সংশ্লিষ্ট অঞ্চলের বি এস এন এল আধিকারিকরা৷ তারপর আপনার বাড়িতে পৌঁছে যাবে ভারত ফাইবার।দেশের প্রতিটি অঞ্চলেই উপলব্ধ এই সরকারি পরিষেবা।
জেনে নিন কিভাবে আবেদন করবেন
bsnl এর অফিসিয়াল পোর্টাল থেকে এই BookMyFibre পোর্টালে যান। ওয়েবসাইটটি স্বয়ংক্রিয় ভাবে আপনার এলাকা ডিটেক্ট করে নেবে। আপনাকে শুধু পিন কোড, মোবাইল নম্বর ও ইমেল এড্রেস দিতে হবে৷ তারপর সংশ্লিষ্ট অঞ্চলের বি এস এন এল আধিকারিকরা আপনাকে ফোন করে পৌঁছে দেবে এই পরিষেবা।
পরিষেবায় খরচ
অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় ভারত ফাইবারের খরচ অনেকটাই কম। সবচেয়ে কমদামি প্ল্যানটির মূল্য ৪২৯ টাকা, যদিও এটি কয়েকটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। এছাড়া প্রাথমিক প্ল্যানটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা। পাশাপাশি সর্বোচ্চ প্ল্যানটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। এই প্ল্যানে সর্বোচ্চ ২০০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পাওয়া যাবে।