কেমন আছেন বুদ্ধবাবু? সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করলো উডল্যান্ড হাসপাতাল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বহুদিন ধরেই শরীরের অবস্থা ভালো নয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের (Buddhadeb Bhattacharjee)। কখনও কখনও শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তখন সংবাদ শিরোনামে উঠে আসেন। শুধু সিপিআইএম সমর্থকদের নন, বিরোধীদলের অনেকেরও আবেগের জায়গা। তাই শনিবার যখন দুপুরের খাওয়া-দাওয়ার পর তিনি আচমকা অসুস্থ হয়ে পড়লেন, তখন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পশ্চিমবঙ্গের বেশিরভাগ রাজনীতি সচেতন মানুষ।

এদিন আচমকাই তার শ্বাসকষ্ট শুরু হওয়ায় দ্রুত তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে নিয়ে আসা হয়। এই হাসপাতাল শত্রু মারফত পাওয়া খবর অনুযায়ী অবস্থা স্থিতিশীল হলেও এখনও বিপদ কাটেনি প্রাক্তন সিপিএম সুপ্রিমোর।

জানা গিয়েছে তাঁর যতটা উন্নতি হবে বলে মনে করা হয়েছিল ঠিক ততটা হয়নি। প্রয়োজনে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হতে পারে তাকে। আপাতত স্থিতিশীল থাকলেও বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। নন-ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন তিনি।

ডাঃ কৌশিক চক্রবর্তী (মেডিসিন), ডাঃ সৌতিক পান্ডা (ক্রিটিকাল কেয়ার), ডাঃ সুস্মিতা দেবনাথ (ক্রিটিকাল কেয়ার), ডাঃ সরোজ মন্ডল (ইন্টারভেনশনাল কার্ডিওলজি), ডাঃ অঙ্কন বন্দ্যোপাধ্যায় (ইন্টারভেনশনাল মেডিসিন এবং পালমোনোলজি), ডাঃ ধ্রুব ভট্টাচার্যের সমন্বয়ে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে আপাতত তার অবস্থার ওপর নজর রাখার জন্য।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর