Budget Live কেন্দ্রীয় সমীক্ষায় এক নতুন দাবি,বাড়াতে হবে চাকরিতে অবসরের বয়সসীমা

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সমীক্ষা অর্থাৎ ২০১৮-১৯ অর্থনৈতিক সমীক্ষায় চাকরিক্ষেত্রে অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধির প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার।

জানা যাচ্ছে বৃহস্পতিবার সংসদে India’s Demography at 2040: Planning Public Good Provision for the 21st Century শীর্ষক একটি গবেষণাপত্র পেশ করা হয়। ওই গবেষণা অনুযায়ী, ভারতে নারী ও পুরুষের আয়ুবৃদ্ধির জেরে বৃদ্ধাবস্থার সময়কাল দীর্ঘায়িত হতে চলেছে।

সমীক্ষা অনুযায়ী,আগামী দুই দশকে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে ১% এবং তার পরে ০.৫% গিয়ে দাঁড়াতে পারে।দেখা গিয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ এবং মধ্য প্রদেশের মতো রাজ্যে প্রাথমিক স্কুলে ভরতি হওয়ার হার ৫০% বা তার নীচে নেমে গিয়েছে। এই প্রবণতা দেখা দিয়েছে ছত্তিশগড়, অসম ও ওডিশার মতো রাজ্যেও।

Screenshot 2019 0705 092945দেশের নবীন জনসংখ্যা কমতে থাকার কারণে এবার স্কুল সংযুক্তিকরণের কথা ভাবছে প্রশাসন।

সম্পর্কিত খবর