বাড়ি তৈরির আগে মাথায় রাখুন এইসকল বাস্তু টিপস, জীবনে ফিরবে সুদিন

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি (home) তৈরির আগে বাস্তুশাস্ত্র (Ecology) মেনে কাজ করা খুবই মঙ্গলের। বাস্তু মেনে বাড়ি তৈরি করলে কোনদিকে কোন ঘর করলে গৃহস্থের মঙ্গল হবে, আয়ের পথ সুগম হবে, সর্বোপরি সংসারে সুখ শান্তি বজায় থাকবে সে সম্পর্কে জানা যায়।

তাই নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে মাথায় রাখুন কিছু বাস্তু টিপস।

  • বাড়ির ঈশান কোণে করবেন ঠাকুর ঘর।
  • দক্ষিণ-পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখলে ভালো হয়।
  • অতিথি এবং বিবাহযোগ্য সদস্যদের ঘর বাড়ির উত্তরপূর্ব দিকে করুন।

  • উত্তর পূর্ব দিকে ফুল গাছ লাগাতে ভালো হবে।
  • বাড়ির কর্তা-কর্তৃর বেডরুম করুন দক্ষিণ-পশ্চিম দিকে।
  • বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে সিঁড়ি হলে সুবিধা হবে।
  • উত্তর বা পূর্বদিকে করুন বাড়ির সদর দরজা।

  • বাড়ির দক্ষিণপূর্ব বা উত্তর-পশ্চিমে করুন রান্নাঘর।
  • দক্ষিণে বা দক্ষিণ-পূর্ব দিকে বড় বড় গাছ লাগাতে পারেন।
  • ছোটদের ঘর, স্টোর রুম, ঠাকুর ঘর করুন বাড়ির দক্ষিণের মধ্যাংশে।

সম্পর্কিত খবর

X