তাপমাত্রা উর্দ্ধমুখী, তবুও হতে পারে ঝড় বৃষ্টি- জেনেনিন কি আপডেট দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বেলার দিকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও ভোরের দিকে আবহাওয়া (weather) বেশ মনোরম থাকছে। ঠিক যেন বসন্তের ছোঁয়া। ফাল্গুনে আগুন পেয়েছে বঙ্গবাসী। বসন্তের এক মাস কেটে গেলেও, চৈত্র পড়তে না পড়তেই আবহাওয়াও নিজের রূপ পাল্টাতে শুরু করে দিয়েছে।

শীত পেরিয়ে ফাল্গুনে তীব্র রোদের তেজ সহ্য করেছে বঙ্গবাসী। একধাক্কায় তাপমাত্রার পারদ ৩৫-৩৬ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। তবে শেষের দিকে এসে তাপমাত্রার পারদ আবারও নামতে শুরু করেছিল। এখন তাপমাত্রার পারদ কিছুটা উর্দ্ধমুখী থাকলেও, ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার ফলে রোদের তেজ হলেও, তা কিছুটা মনোরম হবে।

805523 summer

বাংলার উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, এই মুহূর্তে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-র বেশ কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে।

আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

summer main1

আজকের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন নাও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে হালকা রোদ উঠতে দেখা গিয়েছে। তীব্র রোদের তেজ এখনই দেখা না গেলেও, হালকা রোদ ঘিরে রেখেছ গোটা কলকাতাকে। তবে এই হালকা রোদের মধ্যেই বেশ একটা ঠাণ্ডা আমেজ বর্তমান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর