গলায় কুকুরের চেন, চলছে এলোপাতাড়ি লাথি, মধ্যপ্রদেশের ৩ অভিযুক্তর বাড়ি গুঁড়িয়ে দিল ‘বুলডোজার মামা’

বাংলা হান্ট ডেস্ক : যুবকের উপর পাশবিক অত্যাচারের শাস্তি! রাস্তায় এক যুবকের গলায় কুকুর বাঁধার চেন পরিয়ে নির্যাতন চালায় তিন যুবক। মধ্যপ্রদেশের ( Madhyapradesh) ভোপালের (Bhopal) সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। এবার সেই তিন অভিযুক্তের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিলেন ‘বুলডোজার মামা’।

কে এই বুলডোজার মামা? খুন, ধর্ষণ, চুরির অভিযোগ ওঠামাত্র অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নিদান দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। পরপর তেমনই কয়েকটি ঘটনার পর যোগিকে অনেকেই ‘বুলডোজার বাবা’ বলে ডাকতে শুরু করেন। তাঁর পথ অনুসরণ করে হেঁটে মধ্যপ্রদেশে ‘বুলডোজার মামা’ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

৪৮ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিজয় রামচন্দানি নামের ওই যুবকের গলায় পরানো পোষ্যদের জন্য তৈরি কলার। তাঁকে পর পর লাথি মেরে চলেছে একদল যুবক। কেউ আবার হাতে ছুরি নিয়ে তেড়ে যাচ্ছে তাঁর দিকে। বাকিরা অসহায় ওই যুবকের মা এবং বোনের নাম করে অশ্রাব্য গালিগালাজ করে চলেছে।

ওই যুবকের পকেট থেকে কেড়ে নেওয়া হয়েছে দুটি মোবাইল এবং টাকা-পয়সা। শুধু তাই নয়, কুকুরের মতো করে ডাকতে বাধ্য করা হচ্ছে ওই যুবককে। বারবার ক্ষমা চাইলেও তাঁকে রেয়াত করা হয়নি। অভিযোগ, নির্যাতিত যুবককে ধর্মান্তরিত হওয়ার কথাও বলেছিল অভিযুক্ত সাহিলরা। বলা হয়েছিল, বেশি বাড়াবাড়ি করলে মুখে গোরুর মাংস ঠুসে দেওয়া হবে।

রবিবার ঘটা ওই ঘটনার ভিডিও মারাত্মক ভাইরাল হয়। সোমবার শিবরাজ সিং চৌহান নির্দেশ দেন জাতীয় নিরাপত্তা আইনে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার। তারপরই ওই তিনজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপরই এই বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের বক্তব্য, অভিযুক্ত যদি দোষ করে থাকে তাহলে উপযুক্ত শাস্তি হোক। কিন্তু বাড়ি কেন গুঁড়িয়ে দেওয়া হবে। তবে চৌহান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।


Sudipto

সম্পর্কিত খবর