ভোটের মুখে বাম্পার খবর, বেতনক্রম বাড়ছে ৪০%, উপকৃত হবেন পশ্চিমবঙ্গের এই কর্মীরা

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট খবর। এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার (Government Of West Bengal)। এইদিন এই প্রসঙ্গে মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, শিক্ষাবন্ধুদের যে বর্ধিত হারে বেতন দেওয়ার কথা হয়েছিল এবার সেটাই কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তে সিলমোহর বসিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর।

উল্লেখ্য, এর আগে শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানো হয়েছিল ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৫,৯৫৪ টাকা থেকে বেতন বাড়িয়ে করা হয় ৮,৩৩৫ টাকা। অর্থাৎ এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের বেতন বেড়েছিল প্রায় ২,৪০০ টাকা। তবে তখনও তা শিক্ষাবন্ধুদের হাতে মেলেনি। তবে এবার ভোটের মুখে সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রাজ্য সরকার।

   

সূত্রের খবর, চলতি বছরের আগামী এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে এই বর্ধিত বেতনক্রম। প্রায় ৩,৩৩৭ জন শিক্ষাবন্ধু এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বর্ধিত বেতনক্রম বাবদ রাজ্যের খরচ হবে প্রায় ৯.১৯ কোটি টাকা। একই সাথে অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে, পার্শ্ব-শিক্ষক, এসএসকে শিক্ষক, এমএসকে শিক্ষকদেরও।

আরও পড়ুন : বজ্রবিদ্যুৎ সহ নাগাড়ে বৃষ্টি ১১ জেলায়, কী অবস্থা দক্ষিণবঙ্গের? IMD-র ভয়ঙ্কর রিপোর্ট

অবসরকালীন ভাতার অঙ্ক বেড়েছে আশাকর্মী, সাম্মানিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মচারী, অঙ্গনওয়াড়ির সহায়ক, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড ভলান্টিয়ার, অক্সিলিয়ারি ফায়ার অপারেটরদেরও। তাদের অবসরকালীন ভাতা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করেছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যজুড়ে।

আরও পড়ুন : হাতের নাগালে উত্তরবঙ্গ, নয়া ট্রেন শিয়ালদা থেকে! বিরাট ঘোষণা ভারতীয় রেলের

west bengal police (5)

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের এক দফায় ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। যদিও তাতে মোটেও সন্তুষ্ট নন ডিএ আন্দোলনকারীরা। এরপর বাজেটে ফের একবার অতিরিক্ত চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। আপাতত তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আগামী ১ মে থেকে তারা ১৪ শতাংশ হারে ডিএ পাবেন। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন ৫০ শতাংশ হারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর