বাংলা হান্ট ডেস্কঃ ভারত ইংল্যান্ড সিরিজ শুরু থেকেই বুমরা এবং আন্ডারসনের মধ্যে চলে আসছে বাকবিতণ্ডা। বাক্যবাণে দুজনেই দুজনকে সমান আঘাত হানার চেষ্টা করেছেন মাঠের মধ্যে। কখনও কখনও তার প্রতিফলন দেখা গিয়েছে বোলিংয়েও। দেখে এমনও মনে হয়েছে বুমরার লক্ষ্য শুধু আউট করা নয় বরং ভয় দেখানো। বিশেষত লর্ডস টেস্টে অ্যান্ডারসনকে করা তার ওভারটির কথা হয়তো অনেক দিন ভুলতে পারবেন না ওই ইংরেজ বোলার। কার্যত বুমরা সেদিন ছিলেন ভীষণরকম উত্তেজিত।
এই দুরন্ত অ্যাগ্রেশন দিয়েই লর্ডস টেস্টে জয়লাভ করেছিল ভারত। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন জাসপ্রিত বুমরা। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিককে দেওয়া এক ইন্টারভিউতে বুমরা বলেন, “দিন শেষ হওয়ার সাথে সাথে এমন কিছু বিতর্ক তৈরি হয়েছিল যা ভাল ছিল না, আমরা এতে খুশি ছিলাম না। আমি তখনও ঘটনাটি শুনিনি কারণ আমি ক্লান্ত ছিলাম। কিন্তু আমার দলের সতীর্থরা শুনেছিল। আমি সেই ধরনের লোক নই যারা ঝগড়া মারামারি পছন্দ করে। কিন্তু পরে যখন আমি জানতে পারলাম আমাদের নিয়ে কি বলা হয়েছে তখন সত্যিই উত্তেজিত হয়ে উঠেছিলাম।”
তিনি আরও বলেন, খেলার সময় কাউকে আঘাত করা তার উদ্দেশ্য নয়। তার মতে, “লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের আউট করার জন্য এটা আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, কারণ আমরা যখন অস্ট্রেলিয়া কিম্বা দক্ষিণ আফ্রিকায় যাই, আমাদের সঙ্গেও এমনি ঘটে।” একইসঙ্গে তিনি বলেন, প্রথমে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তার মনে হয়েছিল, “যদি কেউ এভাবে সামনে আসে, তাহলে আমি মোটে অফিসে যাব না এবং এর ১০ গুণ উত্তর দেব।”
বুমরা বলেন এ ব্যাপারে গোটা টিমও তার সাথে ছিল। কিন্তু পরে তার মনে হয়, ভারত এখানে এসেছে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আর তাই রাগ এবং উত্তেজনাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। বুমরার মতে, দ্বিতীয় টেস্টে তা সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। আর সেই কারণেই টেস্ট জিতেছে ভারত। যদিও অ্যান্ডারসনের সঙ্গে কথোপকথনের বিবরণ বিস্তারিতভাবে সামনে আনতে চাননি বুমরা। তবে এই কথা তিনি ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন যে, স্ট্র্যাটিজিভিত্তিক এই আক্রমণ আগামী দিনেও চালাবে ভারত।