চোট সরিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় দলের স্পীডষ্টার জুসপ্রীত বুমরাহর। আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে বুমরাহকে। কিন্তু দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার ফলে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য বুমরাহকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার পরামর্শ দিয়েছিল ভারতীয় দের জাতীয় নির্বাচকরা। সেই কারণেই কেরলের বিরুদ্ধে গুজরাট দলের হয়ে খেলতে নামার কথা ছিল বুমরাহর। কিন্তু এই মুহূর্তে রঞ্জি ম্যাচ খেলে ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে না বুমরাহকে। কারণ এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপেই আপাতত রঞ্জি ম্যাচ খেলে ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে না ভারতীয় দলের বর্তমানের সেরা পেসার জুসপ্রীত বুমরাহকে।
ভারতীয় দলের জাতীয় নির্বাচকরা চেয়েছিলেন যে রঞ্জি ট্রফিতে কম করে আট ওভার বল করুক বুমরাহ। কিন্তু প্রত্যাবর্তনের সময় কালে বেশি ওয়ার্কলোর্ড নিতে রাজি নন ভারতীয় দলের এই পেসার। তাই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের কাছে নিজের ব্যক্তিগত মতামত জানিয়েছিলেন বুমরাহ। তিনি জানিয়েছিলেন যে দীর্ঘদিন পরে তিনি প্রত্যাবর্তন করছেন এই সময় বেশি চাপ নিতে রাজি নন তিনি।
তারপরেই বুমরাহর এই মতামতের গ্রহণযোগ্য বলে মেনে নেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এবং সৌরভ গাঙ্গুলী পরামর্শ দেন কোনো রঞ্জি ট্রফির ম্যাচ না খেলে সরাসরি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবেন ভারতীয় দলের এই স্পীডষ্টার জাসস্প্রীত বুমরাহ। ইতিমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট নিজের মতামতের কথা ভারতীয় দলের জাতীয় নির্বাচনের কাছে পৌঁছে দিয়েছেন।