চোটের জন্য দীর্ঘদিন বিশ্রামে থাকার পর নতুন বছরের শুরুতেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহের। অর্থাৎ আগামী বছরের শুরু থেকেই জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে বুমরাহকে। নতুন বছরের শুরুতেই ভারতের রয়েছে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আর তারপরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। আরে এই দুই সিরিজেই খেলতে দেখা যাবে ভারতীয় দলের সেরা পেসার জাসপ্রীত বুমরাহকে।
সোমবার জাতীয় দলে নির্বাচকরা আগামী শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছেন। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রামে থাকার পর চোট সারিয়ে দলে ফিরে এসেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা কে অবশ্য আজিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে তাকে। পিঠে চোটের কারণে দুই সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে দীপক চাহার কে, তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নবদ্বীপ সাইনি।
শ্রীলংকার বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি দল:-
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, নবদ্বীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, শিবম দুবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ওয়ানডে দল:-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, ঋষভ পান্থ, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, কেদার যাদব, শার্দুল ঠাকুর, নবদ্বীপ সাইনি, শিবম দুবে।