অ্যান্ডারসন-ব্রডদের ছাপিয়ে যাওয়ার মত ক্ষমতা রয়েছে বুমরাহর: ক্যারিবিয়ান কিংবদন্তি

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মাত্র 12 টি টেস্ট ম্যাচ খেলেছেন। আর তাতেই বোলিং ক্রম তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। অন্যান্য বোলারদের তুলনায় বুমরাহের টেস্ট ক্যারিয়ার এখনো পর্যন্ত খুব বেশি বড় নয়, ছোট্ট টেস্ট ক্যারিয়ার কিন্তু তাও বুমরাহর মধ্যে এক উজ্জ্বল বোলিং ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টলি ওয়ালশ।

ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টলি ওয়ালশের মতে ভারতীয় পেশার বুমরাহের মধ্যে যথেষ্ট প্রতিভা এবং সমর্থ‍্য রয়েছে জেমস অ্যান্ডারসন- স্টুয়ার্ট ব্রুডের মত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পজিশনে পৌঁছানোর।

ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টলি ওয়ালশ প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 500 উইকেট এর মাইলফলক স্পর্শ করেছিলেন। এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে সেরা উইকেট শিকারির তালিকা ছয় নম্বরে রয়েছেন। কয়েক দিন আগেই প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 600 উইকেট এর মালিক হয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। অন্যদিকে টেস্ট ক্রিকেটে 500 উইকেট নিয়ে এলিট ক্লাবে প্রবেশ করেছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডও।

52707180c91e7097b1ddc37d44732c968a13bfd02d58683ff0173fc69fff1340cb508f92

অন্য দিকে মাত্র 14 টি ইনিংসে 68 টি উইকেট নিয়ে ফেলেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত বড় বড় টেস্ট খেলুড়ে দল গুলির বিরুদ্ধে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়ে ফেলেছেন বুমরাহ। বুমরাহের এই সাফল্য দেখে ওয়ালশ দাবি করেছেন, “যার মধ্যে সাফল্যের খিদে থাকে সে ব্যক্তি অনেক দূর যায়। আমি জাসপ্রিত বুমরাহর মধ্যেও সেই খিদে দেখতে পাচ্ছি। ও একজন খুব দক্ষ ও প্রতিভাবান বোলার। অ্যান্ডারসন- ব্রডদের ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ওর মধ্যে। ও যদি ফিট থাকে তাহলে আমার মনে হয় ক্রিকেটের তিনটি ফরমেটে ও নিজের ছাপ রেখে যাবে এবং টেস্ট ক্রিকেটে একদিন বিশ্বের সেরা হয়ে উঠবে জাসপ্রিত বুমরাহ।


Udayan Biswas

সম্পর্কিত খবর