বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃথা গেল ঈশান কিষান, তিলক ভার্মা, বুমরা-দের চেষ্টা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখলো রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। বাটলারের শতরান ও যুজবেন্দ্র চাহালের দুরন্ত বোলিংয়ের দৌলতে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস মুম্বাইকে হারালো ২৩ রানের ব্যবধানে। সেই সঙ্গে চলতি আইপিএলে রান চেজ করে জয় পাওয়ার মিথ ভেঙে টানা দুটি ম্যাচে প্রথমে ব্যাট করে জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে আইপিএল ২০২২ এর প্রথম শতরানটি করেন রাজস্থান ওপেনার জস বাটলার। মাত্র ৬৬ টি বল খেলে ১১ টি চার এবং ৫ টি ছয়ের সাহায্যে এই কাজটি করেন তিনি। প্রথমদিকে ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তিন নম্বরে নামা দেবদত্ত পাডিকল-কে দ্রুত হারালেও তিনি টিকে ছিলেন। বাসিল থাম্পি, মুরুগান অশ্বিনদের বিরুদ্ধে মারমূখী ব্যাটিং করে এবং শেষদিকে নেমে দুরন্ত ব্যাটিং করা শেমরণ হেটমায়ারকে (১৪ বলে ৩৫) নিয়ে দলকে বড় স্কোরে পৌঁছে দেন বাটলার।
যদিও যতটা বড় রান করতে পারতো রাজস্থান, ততটা বড় রান তারা করতে ব্যর্থ হয়। সৌজন্যে যশপ্রীত বুমরা ও টাইমাল মিলস। রাজস্থান ইনিংসের শেষ দুই ওভারে তারা দুজনে দেন মাত্র ১১ রান। ১৯ তম এবং নিজের চতুর্থ ওভারে মাত্র ৩ রান দিয়ে বাটলারকে ইয়কর্ড এবং হেটমায়ারকে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলিয়ে ফেরান তিনি। বাটলারের শতরান সত্ত্বেও ২০০-র গন্ডি পেরোতে ব্যর্থ হয় রাজস্থান। তাদের স্কোর দাঁড়িয়েছিল ৮ উইকেট হারিয়ে ১৯৩। ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বুমরা।
জবাবে ব্যাট করতে ফের একবার বড় রান করতে ব্যর্থ হন রোহিত শর্মা। তার অফফর্মে ভক্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ঈশান কিষান এবং তিলক ভার্মার দুরন্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল মুম্বাই। আজ ৫৪ রান করে অরেঞ্জ ক্যাপ দখল করেন ঈশান। কিন্তু তিনি ও ভার্মা (৩৩ বলে ৬১) ফিরতেই ধসে যায় মুম্বাই ইনিংস। পোলার্ড ২৪ বল খেলে মাত্র ২২ রান করেন। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭০-এই থেমে যান তারা। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ টি উইকেট নেন চাহাল।