বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোতে (Durga Puja 2025) ভিড় সামলাতে এবার প্রযুক্তির হাত ধরে এগোলো জেলা পুলিশ। শুক্রবার শহরে ‘সবার পুজো’ নামে বিশেষ মোবাইল অ্যাপের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করলেই ব্যবহারকারীরা শহরের বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছনোর ম্যাপ, যান নিয়ন্ত্রণের নির্দেশিকা এবং পুজো-সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সহজেই দেখতে পারবে।
এখন সহজ হবে পুজো (Durga Puja 2025) দেখা
পুলিশের তরফে জানানো হয়েছে, অ্যাপটির মাধ্যমে দর্শনার্থীরা ভিড় এড়িয়ে পুজো (Durga Puja 2025) দেখতে পারবেন। এর পাশাপাশি, কোন রাস্তায় যান চলাচল বন্ধ বা বিকল্প পথ কোনটি, সেসব তথ্যও সহজেই দেখতে পারবেন দর্শনার্থীরা।
বর্ধমানে যান নিয়ন্ত্রণে কড়াকড়ি
দুর্গাপুজোর (Durga Puja 2025) দিনগুলিতে বর্ধমান শহরে কড়া যান নিয়ন্ত্রণ বলবৎ করা হচ্ছে। জেলা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৫ অক্টোবর সকাল ৪টা পর্যন্ত জিটি রোডের নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত সমস্ত বাস ও মালবাহী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া, ৪ অক্টোবর পুজো কার্নিভালের দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় বাইক, টোটো, রিকশা-সহ সব যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে।
কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ?
- পুজোতে (Durga Puja 2025) যান নিয়ন্ত্রণের আওতায় আসছে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তা। এর মধ্যে রয়েছে-
- জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড
- এনএইচ-১৯ সড়কের পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়
- দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়
- তেজগঞ্জ মোড়, আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়
- গোঁদা মোড়, নবাবহাট এনএইচ-২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোড
আরও পড়ুনঃ পর পর দু’দিন ইডি দপ্তরে হাজিরা দিলেন চন্দ্রনাথ, পার্থর জামিন প্রসঙ্গে কী বললেন কারামন্ত্রী?
এইসব এলাকায় দুর্গাপুজোর (Durga Puja 2025) দিনগুলিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়েছে জেলা পুলিশ। এই বন্ধ রাস্তাগুলোর বিকল্প রাস্তা সহ আরো অন্যান্য খুঁটিনাটি তথ্য দেখতে ‘সবার পুজো’ অ্যাপটি ডাউনলোড করার কথাও জানানো হয়েছে।