বাংলা হান্ট ডেস্কঃ একটা সময় কংগ্রেসের অংশ ছিলেন। মাস খানেক আগে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই কৌস্তভ বাগচির (Kaustav Bagchi) বাড়িতেই এবার চুরি। শনিবার সকালে উঠে দেখা যায় বাড়ির তালা ভাঙা। গায়েব প্রায় তিন লাখ টাকার জিনিসপত্র। আশ্চর্যজনকভাবে মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর। নির্বাচনের প্রাক্কালে খোদ বিজেপি (BJP) নেতার বাড়িতে এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, বাড়ির তালা ভেঙে কৌস্তভের বাড়ির ভেতরে ঢুকেছিল চোরের দল। ঘরের তালাও ভাঙা ছিল। পুরো বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি বেশ কিছু ইলেকট্রনিক জিনিসপত্র সঙ্গে নিয়ে যায় চোরেরা। তবে আইনজীবী কৌস্তভের মামলার নথিপত্র কেন নেওয়া হল সেটা বোঝা যাচ্ছে না। আর এখানেই দানা বাঁধছে রহস্য।
ইতিমধ্যেই টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন কৌস্তভ। খবর পেয়ে পুলিশ আসেন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই তদন্তও শুরু হয়েছে। বিজেপি নেতা জানান, সকাল ঘুম থেকে ওঠার পর দেখা যায় সদর দরজার তালা ভাঙা। আরও একটি ঘরের তালাও ভাঙা ছিল বলে জানান তিনি। সেই সঙ্গেই বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকা জিনিস গায়েব বলে দাবি করেন কৌস্তভ। এদিকে চেম্বারে রাখার অসুবিধার কারণে বাড়িতে বেশ কিছু মামলার নথিপত্র এনে রেখেছিলেন তিনি। আশ্চর্যজনকভাবে সেগুলিও খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ ‘CAA নিয়ে আপত্তি নেই’, জানালেন অভিষেক! ভোটের আগেই হঠাৎ ডিগবাজি তৃণমূলের?
এই চুরির সঙ্গে নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কিনা জিজ্ঞেস করা হলে বিজেপি নেতা বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটা আমি বলতে পারব না। তবে কিছু মানুষের আমার ওপর রাগ আছে’। তৃণমূলের স্থানীয় লোকজনের তাঁর ওপর রাগ আছে বলেও দাবি করেন তিনি।
কৌস্তভের কথায়, ‘এবার গণেশ পুজোর সময় তৃণমূলের স্থানীয় লোকজন প্যান্ডেল করতে দিচ্ছিল না। সেই সময় অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ করি। উনি হস্তক্ষেপ করার পর সুরাহা হয়। উনি ওদের প্যান্ডেল করতে বাধা দেওয়া থেকে বিরত করেন। এখানকার স্থানীয় তৃণমূলের লোকজনের আমার ওপর রাগ আছে। সেই কারণে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। মামলার নথি চুরি হওয়াটা খুবই আশ্চর্যের’।