বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন নিয়ে উস্কানিমূলক মন্তব্য (Provocative comment) ! ‘জ্বালিয়ে দাও নবান্ন’ (Nabanna)। এই উস্কানিমূলক মন্তব্যের জেরে সংযুক্তা রায় নামে এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। সেই ঘটনায় পাল্টা রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) দ্বারস্থ হন সংযুক্তা। তার দাবি ছিল, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এদিন ওই তরুণীর আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। সংযুক্তাকে রক্ষাকবচ দিয়েছে উচ্চ আদালত।
ঠিক কি ঘটেছিল?
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামালটি উঠেছিল। বিচারপতি ঘোষের নির্দেশ, তদন্তে করতে পারবে পুলিশ। জিজ্ঞাসাবাদও করতে পারবে পুলিশ। তদন্তে কোনও বাধা নেই। তবে জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে নোটিস দিতে হবে বলে নির্দেশ বিচারপতির। পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়েরি তলব হাইকোর্টের।
আরও পড়ুন: ‘৯ বছরের লড়াইয়ের সফলতা’! হাওড়া থেকে বাঁকুড়া-পুরুলিয়ার যাত্রাপথ হ্রাস! উচ্ছ্বসিত সৌমিত্র খাঁ
উল্লেখ্য, ফেসবুকে নবান্ন সম্পর্কে কিছু মন্তব্য করায় সংযুক্তা রায় নামে ওই তরুণীর বিরুদ্ধে ট্যাংরা থানায় মামলা দায়ের করে পুলিশ। এদিকে তরুণীর অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে পুলিশ তাকে বার বার ডেকে হেনস্থা করছে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণী।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! হয়রানি দূর করতে বিরাট পদক্ষেপ SSC-র! জারি নয়া বিজ্ঞপ্তি
পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন সংযুক্তা। এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High court) সেই মামলা উঠলে তরুণীর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করে আদালত। তবে পুলিশ তদন্ত করতে পারবে বলে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশে।