কাশ্মীরে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত অন্তত ৩৬

বাংলা হান্ট ডেস্ক: ভাইফোঁটার সকালে জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) ভয়াবহ দুর্ঘটনা! ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি বাস। ঘটনাটি ঘটেছে ডোডা (Doda) জেলায়। টাঙ্গাল আসার এলাকায় বাসটি জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায় বলে খবর। ঘটনায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুটেরও বেশি গভীর খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এখনও উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজ যতই এগোচ্ছে, ততই বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, অন্তত ৩৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। কয়েক জনের পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং। তিনি বলেন, ‘ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন এবং অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে।’

 

এদিকে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় (Bus Accident) মূল্যবান কতগুলি প্রাণ চলে যাওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। যেখানে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

 

এদিকে উদ্ধারকার্য চলছে। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে খবর। বাকিদের খোঁজ চলছে।

Monojit

সম্পর্কিত খবর