পুরী হয়ে ফেরার পথে সেতু থেকে উল্টে নীচে পড়ে গেল কলকাতাগামী বাস, মৃত ৫, আহত অন্তত ৩০

বাংলা হান্ট ডেস্কঃ ওড়িশায় জাজপুরে (Jajpur Odisha) দুর্ঘটনার কবলে পুরী থেকে কলকাতাগামী (Kolkata) একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে যায় যাত্রীবাহী বাসটি (Bus Accident)। সোমবার রাত রাত ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ওদিকে গুরুতর আহতের সংখ্যা আহত ৩০ জনেরও বেশি।

পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। স্থানীয়দের সহযোগিতা ও জোর তৎপরতায় রাতেই শুরু হয় উদ্ধার কাজ। আহতদের অ্যাম্বুল্যান্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। রাত থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ।

ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। পরিবার পিছু তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর মিলেছে।

বাসটি পুরী থেকে কলকাতাগামী হওয়ায় আহত ও নিহতদের কলকাতার বাসিন্দারাও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল।

accident5

আরও পড়ুন: এবার পুড়বে দক্ষিণবঙ্গ! আজ কখন বৃষ্টি হবে কলকাতায়? একনজরে আবহাওয়ার খবর

দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লিখেছেন, “জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রিবাহী বাস দুর্ঘটনার খবরে আমি খুবই দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। তাঁদের আত্মার শান্তি কামনা করছি । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর