BREAKING: যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল খালে! ঘটনাস্থলেই মৃত্যু ৩২ জনের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের সিধিতে মঙ্গলবার বড়সড় এক বাস দুর্ঘটনা ঘটে। সিধি কসবার রামপুর নৈকিন থানা এলাকায় মঙ্গলবার সকালে এক যাত্রী বোঝাই বাস খালে পড়ে যায়। ওই বাসে ৫৪ জন যাত্রী সওয়ার ছিলেন। দুর্ঘটনার পর সাতজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ১৮ জনের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। শোনা যাচ্ছে যে, দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। খালে পড়ার পর বাসটি পুরো ডুবে যায়। ক্রেনের মাধ্যমে বাসটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। বাস দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সিধি-র জেলা শাসকের সঙ্গে কথা বলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই সময় বাসের সব যাত্রী ঘুমাচ্ছিলেন। বাসটি পাশ কাটানোর সময় সোজা গিয়ে খালের মধ্যে পড়ে যায়। ঘটনার পর গ্রামবাসীরা বাসে আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজে নেমে পড়ে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আধিকারিকদের থেকে পুরো ঘটনার তথ্য নেন আর খালে যেই বাঁধ দিয়ে জল আসে, সেটিকে আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেন।

X