হেলমেট না থাকায় চালান কাটা হলো বাসমালিকের!

 

বাংলাহান্ট– ‘হেলমেট না পরলে হতে পারে হাজার টাকা অব্দি জরিমানা’! কেন্দ্রের এই নতুন নিয়ম চালু হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাস্তায় হেলমেট বিহীন ব্যক্তিদের চালান কাটা। সম্প্রতি নয়ডায় এক অন্যরকম ঘটনা ঘটেছে। এক বাসমালিক অভিযোগ করলেন যে তিনি হেলমেট না পরার কারনে তাকে 500 টাকা জরিমানা করা হয়েছে।

ওই বাসমালিক নিরঙ্কর সিং জানিয়েছেন, অনলাইনে আসা এই চালানটি দেখেছেন তাঁরই এক কর্মী। এই বিষয়ে এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই বাসমালিক।

নিরঙ্কর এর কথায়, তাঁদের বাসের ব্যবসাটি তাঁর ছেলে দেখাশোনা করেন। তাঁদের ৫০টি বাস রয়েছে যেগুলি নয়ডা এবং গ্রেটার নয়ডার বিভিন্ন স্কুল এবং অফিসে খাটে। পিটিআইকে নিরঙ্কর জানান, “আমি ভেবে পাচ্ছি না যে কিভাবে কি হলো! আর পরিবহণ দফতরে কী ধরনের লোক কাজ করে! দিনে হাজার হাজার চালান পাঠানো হয়, সেই চালানগুলি আদৌ কতটা যুক্তিসংগত বা সঠিক সে প্রশ্ন করা উচিত।”

এর পর তিনি আরো বলেন , “আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলব আর প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।”

অন্য দিকে পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, কোথায় কি ভুল হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে আর প্রয়োজনে এই ভুল তারা শুধরে নেবে। তবে তারা জানাচ্ছেন ওই বাসের চালকের বিরুদ্ধে আরও চালান দেওয়া হয়েছে সিট বেল্ট না পরার জন্য।

IMG 20190921 WA0120

এর জবাবে নিরঙ্কর মন্তব্য করেন, “ব্যাপারটা যদি সিট বেল্ট না পরা নিয়ে হয়, আমি জরিমানা দেব, কারণ ভুল আমাদের তরফ থেকেই ছিল। কিন্তু তা হলে চালানে হেলমেট নয় সিটবেল্টের উল্লেখ থাকা উচিত।” সব মিলিয়ে কেন্দ্রের এই নিয়ম যুক্তিসঙ্গত হলেও লোকের বাড়িতে বা অনলাইনে পাঠানো চালান গুলি যে ঠিক কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর