অংকের সূত্র দিয়ে ভবিষ্যৎবাণী অতঃপর সফলতা, সব মহলের প্রশংসা কুড়িয়েছেন এই বঙ্গসন্তান

 

বাংলা হান্ট ডেস্ক : ভবিষ্যতবাণী , শব্দটা শুনলেই সবার প্রথমে মনের মধ্যে বুজরুকি বলে উদ্ভূত হয়। এসব আবার কখনো বাস্তবে হতে পারে কি ? যতসব অবাস্তব জিনিস এই ধরনের চিন্তা ভাবনা আসাটাই স্বাভাবিক কিন্তুু এই ধরনের অদ্ভুত এক বিষয়ের সাথে অনেক দিন ধরে সাফল্যের সাথে কাজ করে চলেছে ২১ বছর বয়সী এক যুবক। নাম প্রীতম দাস , বায়োটেকনোলজি এর ছাত্র। কবিতা , গান লেখা ও গাওয়া সহ একাধিক প্রতিভার অধিকারী প্রীতম অঙ্কের সম্ভাবনা সূত্র দিয়ে বহু ভবিষ্যতবাণী করেছে ও মিলেছে। সংখ্যাতত্ত্বতে গভীর জ্ঞান আছে প্রীতমের। জীবনে অনেক সংঘর্ষ ও ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছে। প্রীতম জানিয়েছে – সে এটা সখে করে।

প্রীতম এর দুঃখ যে সে ভালো প্লাটফর্ম পাইনি। ভালো খেলাধূলা করা সত্বেও সাপোর্ট না পাবার কারণে খেলাধূলা জগৎকে ছেড়ে দিতে হয়। গানের এক রিয়ালিটি শো এর দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেলেও সাথ না পাবার কারণে সেই সুযোগ ছেড়ে দেই। এমন একাধিক উদাহরণ আছে । দুঃখ ও প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাবার চেষ্টা করেছে । প্রীতম বলে যে – বর্তমান জগতে উপকার করার লোক থাকুক আর না থাকুক অপকার করার লোক অনেক আছে তেমনি জীবনে পাশে থাকার মানুষ পান বা না পান উৎসাহ ভেঙে দেবার , ট্রোল করার লোক অনেক পাবেন। যদি আপনি সে বিষয়ে মাথা ঘামান তাহলে আপনার মনোবল ভেঙে যাবে।

IMG 20190921 WA0009

প্রীতম এর যাত্রা শুরু হয় ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ থেকে । ২০১৮ তে ফ্রান্স এর বিশ্বকাপ জয় থেকে ২০১৯ এর ইংল্যান্ড এর ক্রিকেট বিশ্বকাপ জয় সহ একাধিক ভবিষ্যতবাণী প্রীতম মিলিয়ে দিয়েছে ছবির মত।

প্রীতম এর ইচ্ছা ভবিষ্যতে রিসার্চ করা। প্রীতম যাতে তার সমস্ত প্রতিকূলতা কাটিয়ে জীবনে উন্নতির শিখরে উঠতে পারে সেই কামনা রইলো।

সম্পর্কিত খবর