ট্রেনের পর এবার মিলছে না বাসও! কী হল NBSTC-র? উত্তরবঙ্গ ভ্রমণ নিয়ে আশঙ্কার মেঘ

বাংলাহান্ট ডেস্ক : মালবাজার ডুয়ার্সের ছোট্ট একটি চা বাগান ঘেরা অঞ্চল। মালবাজার এলাকাটি আয়তনে ছোট হলেও পর্যটনের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। তবে এই মালবাজার পুর এলাকাটি নানাভাবে শিলিগুড়ি ও জেলা সদর শহর জলপাইগুড়ির উপর নির্ভরশীল। শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য কাজে প্রায় প্রত্যেক দিনই মালবাজার এলাকার বাসিন্দাদের যেতে হয় শিলিগুড়ি অথবা জলপাইগুড়ি।

বেশ কিছু সরকারি ও বেসরকারি বাস এই দুই শহরের সাথে সংযোগ স্থাপন করে মালবাজারের। তবে তা দিয়ে প্রয়োজন মেটে না। এই মহকুমা শহরটি বেশ খানিকটা পিছিয়ে পরিকাঠামোগত দিক থেকে। নিত্যযাত্রীদের অভিযোগ, সন্ধ্যা ছটার পর থেকেই মালবাজারের সাথে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জলপাইগুড়ি ও শিলিগুড়ির।

আরোও পড়ুন : গৃহবধূর পর এবার ছাত্রী! রাজমিস্ত্রীর হাত ধরে পালালেন তিন পড়ুয়া, তারপর যা হল …

ডুয়ার্স অঞ্চলের যেসব বাসিন্দারা জলপাইগুড়ি ও শিলিগুড়িতে কাজে যান, তারা পড়েন বিপদে। ব্যবসায়ী সহ ডুয়ার্স অঞ্চলের বাসিন্দাদের দাবি, বাস পরিষেবা বাড়ানো হোক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে। সন্ধ্যা ৬:৩০ নাগাদ শেষ বাস শিলিগুড়ি থেকে ছেড়ে দেয় মালবাজারের উদ্দেশ্যে।

আরোও পড়ুন : LIC কে টক্কর দিতে বাজারে নামছে TATA! আত্মপ্রকাশ করতে চলেছে দেশের বৃহত্তম আইপিও

সন্ধ্যা ছটার পর ডুয়ার্সগামী বাস পাওয়া যায় না জলপাইগুড়ি থেকে। এমন অবস্থায় যাত্রীদের দাবি অন্তত সন্ধ্যা সাতটায় শেষ বাস ছাড়া হোক যাতে সবাই কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে যেতে পারে। মালবাজার থেকে বহরমপুর, ইসলামপুর-সহ একাধিক জায়গার বাস পরিষেবা চালু করা হলেও কিছু কারণে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Indian Bus

যাত্রীদের দাবি পুনরায় সেই বাস পরিষেবা চালু করা হোক। মালবাজার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ডিপো ইনচার্জ অনুপকুমার ঘোষ বলেছেন, “স্বল্প পরিকাঠাময় আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। নাগরিকদের বিভিন্ন দাবি জানানো হয়েছে উপর মহলে। বিষয়টি নিয়ে আমরা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর