তিনি পাশে থাকা মানেই সফল, ধর্মেন্দ্র-শাহরুখের এই ড্রাইভারের কথা জানলে অবাক হবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক : টিনসেল নগরীর এক বড় নাম শাহরুখ খান (Shah Rukh Khan)। তার স্টারডমের জোর যে কতখান তা মানুষ দেখতেই পাচ্ছে। ‘পাঠান’ হোক কী ‘জওয়ান’__শাহরুখের ছবি মানেই থিয়েটার হাউসফুল। দীর্ঘ কেরিয়ারে তিনি কুড়িয়েছেন নাম,যশ, খ্যাতি। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার অসংখ্য গুণমুগ্ধ। তবে জানেন কি শাহরুখের নাম, যশের পেছনে যেমন রয়েছে কঠোর পরিশ্রম তেমনই রয়েছে আরও একটি জিনিস।

বলিউডের বেতাজ বাদশার ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন সবটাই এখন ভক্তদের নখদর্পণে। তবুও এমন অনেক বিষয়ই আছে যা ভক্তরা জানেননা। এই যেমন শাহরুখ নিজে মনে করেন এই ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হয়ে উঠতে তাকে সাহায্য করেছেন এক বিশেষ ব্যক্তি। আর সেই ব্যক্তি হলেন কিং খানের প্রাক্তন গাড়ি চালক (Car Driver)। জানেন কী সেই রহস্য?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখ একবার একজন চালক নিযুক্ত করেছিলেন যার নাম কবিরা কাম্বলে (Kabira Kamble)। অনেকেরই বিশ্বাস এই চালক বহু বলিউড তারকার সৌভাগ্য নিয়ে আসতেন। কারণ তিনি এর আগে রাজেশ খান্না (Rajesh Khanna), ধর্মেন্দ্রর (Dharmendra) মত খ্যাতনামা তারকার গাড়ি চালিয়েছেন। সেই থেকেই সকলে মনে করেন এই কবিরা কাম্বলে যেখানেই যান সেখানেই সৌভাগ্য নিয়ে যান।

আরও পড়ুন : ‘গায়ে ছাই ভষ্ম, মাথা ভর্তি জটা’, সাধকরূপী দেবকে দেখে কী বলছে নেটজনতা?

প্রথমে তিনি সুপারস্টার রাজেশ খান্নার গাড়ি চালাতেন এবং তারপর তাকে নিযুক্ত করেন সুপারস্টার ধর্মেন্দ্র। এরপর মহাগুরু মিঠুনের গাড়িও চালিয়েছেন তিনি। এরপরেই বলিউড বাদশা কবিরা কাম্বলেকে নিজের কাজে নিযুক্ত করেন। কথিত আছে, এই তারকারা একবার খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেই তাদের গাড়ি চালানো ছেড়ে দিতেন কবিরা কাম্বলে।

আরও পড়ুন : ‘শ্রীলেখা নাকি মন্দাকিনী!’ দুধ সাদা পোশাকে ঝরনায় স্নান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

shah rukh khan (1)

এই বিষয়ে মুখ খুলেছিলেন খোদ শাহরুখও। এক শো-তে এসে কিং খান বলেন, তিনি প্রায় ১০ টি ছবি করার পর কাজ ছেড়ে দেন। তবে এর মাঝখানে যতদিন তিনি কাজ করেছেন ততদিনই ততদিন শাহরুখ তাকে নিয়ে সর্বত্র যেতেন। যদিও সেই ব্যক্তি আর এই দুনিয়ায় নেই। চলতি বছরেই গত ১৩ মে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন কবিরা কাম্বলে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর