বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) শহর থেকে এক আজব মামলা সামনে আসছে। সেখানে একটি গোটা বাস স্ট্যান্ড চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাইক, সাইকেল, গাড়ি না … চুরি হয়েছে গোটা বাস স্ট্যান্ড। আমরা এতদিনে অনেক বড়বড় চুরির ঘটনা শুনেছি, কিন্তু এরকম ঘটনা আজ হয়ত প্রথম শুনলাম।
শুধু তাই নয়, চুরি যাওয়া বাস স্ট্যান্ডের খোঁজ দিলে ৫ হাজার টাকার পুরস্কার দেওয়ারও ঘোষণা করা হয়েছে। আর এরজন্য পুনে শহরে একটি ব্যানারও লাগানো হয়েছে। এক ইন্টারনেট ইউজার ট্যুইটারে সেই ব্যানারের ছবি শেয়ার করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ব্যানার এক স্থানীয় নেতা প্রশান্ত মহস্কে লাগিয়েছেন।
https://twitter.com/joleneann123/status/1317069501272268801
ওই পোস্টারে মারাঠি ভাষায় যা লেখা হয়েছে, সেটির বাংলায় রূপান্তর করলে যা দাঁড়ায়, ‘বি.টি কাবড়ে দেবকি থানার সামনের বাস স্ট্যান্ড চুরি হয়ে গিয়েছে। যদি কেউ ওই বাস স্ট্যান্ডের ব্যাপারে কিছু জানে, তাহলে দয়া করে যোগাযোগ করুণ। তাকে ৫ হাজার টাকা নগদ দেওয়া হবে।” এই ব্যানার দেখে এলাকার মানুষ অবাক হয়ে গিয়েছেন, সবাই ভাবছেন আসল মামলা টা কি?