ব্যাবসায় অফার দিয়েই আয় করা যায় লাখ লাখ টাকা, জানুন কিভাবে

এই মুহুর্তে offer, discount, sale এই শব্দগুলির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমরা সামাজিক মাধ্যম খুললে বা রাস্তাঘাটে প্রচুর অফারের বিজ্ঞাপন দেখি। নতুন খোলা বিভিন্ন দোকান এই অফার দিয়েই ক্রেতা টেনে নেয়। আপনিও চাইলে আপনার দোকানে বিভিন্ন অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণ করতে পারবেন। তবে বিশেষ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। আসুন জেনে নি এই অফার দেওয়ার ক্ষেত্রে ঠিক কি কি মাথায় রাখতে হবে।

images 2020 11 19T155539.672

খেয়াল করে দেখবেন অফার দিলে ক্রেতার যেমন লাভ হয় তেমনই বিক্রেতারও ক্ষতি হয় না। লাভের অংশ কমিয়ে সেই পন্য যদি কয়েক গুন বিক্রি করে দেওয়া যায় তাতে আদতে লাভ হয় বিক্রেতারই। আবার একই সাথে দোকানে থাকা অন্যান্য জিনিস যেগুলিতে কোনো অফার নেই, সেগুলিরও বিক্রি বাড়ে

অফারের মাধ্যমে সমস্ত লোকেরা যাতে ভাল আর্থিক সুবিধা পান, কোনও অফার দেওয়ার সময় আপনাকে অবশ্যই এটি দেখতে হবে। সীমিত সময় অফার! এবং আপনারও বিশেষ যত্ন নেওয়া উচিত যে আপনি অফারের মাধ্যমে অর্থ হারাচ্ছেন না। এতে আপনাকে সমস্ত কর এবং সমস্ত কিছুর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।

অফার দেওয়ার ক্ষেত্রে সব সময় মাথায় রাখতে হবে গ্রাহকেরা যাতে সর্বোচ্চ সুবিধা পান। অফারে জিনিসটি কিনে গ্রাহক যাতে না ঠকে তাহলে আপনার ব্যাবসার গুডউইল কমে যাবে। ঠকে যাওয়া গ্রাহক দ্বিতীয়বার আপনার কাছে আসবে না। একই সাথে খেয়াল রাখবেন সমস্ত আনুষঙ্গিক খরচ মিলিয়ে আপনার যাতে কোনো ক্ষতি না হয়৷


সম্পর্কিত খবর