অবিকল দেখতে জগন্নাথ দেবের মতো! মন্দিরে ভগবানরুপী প্রজাপতি দেখে অবাক সবাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জগন্নাথ দেবের মন্দিরের জন্য ওড়িষ্যা (Odisha) রাজ্য সারা দেশের কাছে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু ভক্তরা পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে ভিড় জমান। এই উড়িষ্যাতেই এক জগন্নাথ মন্দিরে দেখা মিলল এক অদ্ভুত প্রজাপতির। এই প্রজাপতির মুখ হুবহু জগন্নাথ দেবতার মত।

একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রজাপতিটিকে প্রথমবার দেখা যায় গত মঙ্গলবার উড়িষ্যার জজপুরে জগন্নাথ দেবের মন্দিরে। এই প্রজাপতিটিকে হুবহু জগন্নাথ দেবের মত দেখতে। দ্রুত এই প্রজাপতির ভিডিও ভাইরাল হয়ে যায় নেটে দুনিয়ায়। ভিডিও ভাইরাল হলে এই মন্দিরে প্রচুর মানুষ ভিড় জমান। ইতিমধ্যেই ইনস্টাগ্রাম (instagram) হ্যান্ডেল এ প্রজাপতির একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

এই প্রজাপতি বাদামী বর্ণের। প্রজাপতির মাথার ধরনটি জগন্নাথ দেবের মুখের মত। অনেকেই এই প্রজাপতিটিকে ঐশ্বরিক বিস্ময় বলে দাবি করেছেন। কারোর মতে, বিভিন্ন সময় জগন্নাথ দেব ওড়িশার মানুষের কাছে বিভিন্ন রূপে ধরা দেন। কেউ কেউ জজপুরের মন্দিরে এই প্রজাপতিকে পুজোও করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kalinga TV (@kalingatv24x7)

তবে বিশেষজ্ঞরা মানুষের ভ্রান্ত ধারণা হিসেবেই ব্যক্ত করেছেন এই বিষয়টিকে। তারা যুক্তি দিয়ে বলেছেন যে এটি একটি বিরল প্রজাতির প্রজাপতি। তাদের দাবি এই বিশ্বে এই ধরনের প্রজাতির প্রজাপতি খুব কম সংখ্যায় আছে। তবে সাধারণ মানুষ এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। অনেকেই মনে করছেন এই প্রজাপতি জগন্নাথ দেবের একটি রূপ। ওড়িশার এই মন্দিরে এই প্রজাপতির দেখা পেতে ভিড় করেন বহু মানুষ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X