দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান! ২০২৬-এ ভারতে সম্পন্ন হতে চলেছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

Published on:

Published on:

BWF World Championships to be held in India.

বাংলা হান্ট ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ১৭ বছর পর ভারতে ফিরতে চলেছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (BWF World Championships)। আগামী বছর নয়াদিল্লিতে ভারত এই টুর্নামেন্টটি আয়োজন করবে। গত ১ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যায় প্যারিসে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। সেই সময়, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র সেখানে উপস্থিত ছিলেন।

ভারতে ফিরতে চলেছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (BWF World Championships):

প্যারিসে ব্রোঞ্জ জিতেছেন: উল্লেখ্য যে, প্যারিসে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ব্রোঞ্জ পদক জয়ের পরই ভারতে সম্পন্ন হতে চলা এই পরবর্তী টুর্নামেন্টের (BWF World Championships) ঘোষণা করা হয়। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করা ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় বিষয়। সাম্প্রতিক সময়ে ভারতীয় খেলোয়াড়রা এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পদক জিতে আসছেন এবং এটি দেশের সামগ্রিক ক্রীড়া অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

BWF World Championships to be held in India.

ব্যাডমিন্টনে ভারতের ক্রমবর্ধমান আধিপত্য: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৮৩ সাল থেকে, ভারত BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) ১৫ বার পোডিয়াম অর্জন করেছে। কোপেনহেগেনে পুরুষদের সিঙ্গেল বিভাগে ব্রোঞ্জ পদক জিতে প্রকাশ পাড়ুকোন দেশের জন্য গৌরব বয়ে এনেছিলেন।

আরও পড়ুন: ৩ টি হ্যাটট্রিক! ৮ জন করেছেন গোল, কাজাখস্তানকে ১৫-০ ব্যবধানে হারিয়ে নজির ভারতীয় হকি দলের

তারপর থেকে ব্যাডমিন্টনে আমাদের দেশের জয়ের ধারা আর থেমে থাকেনি। পরবর্তীতে, বি সাই প্রণীত দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ২ বছর পর, কিদাম্বি শ্রীকান্ত রুপো জিতে দেশকে গর্বিত করেছিলেন। ২০২১ এবং ২০২৩ সালে, লক্ষ্য সেন এবং এইচএস প্রণয় যথাক্রমে আরও ২ টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

আরও পড়ুন: SCO সম্মেলনের পরেই চিন্তিত মার্কিন মুলুক? ভারতের উদ্দেশ্যে বিশেষ “আর্জি” ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার

মহিলারাও রেখেছেন বিশেষ অবদান: এদিকে, মহিলাদের মধ্যে, জোয়ালা গুট্টা এবং অশ্বিনী পোনাপ্পা প্রথম ভারতীয় ডাবল পদক বিজয়ী হয়ে সারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেন। ভারতের অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ পিভি সিন্ধু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একটি সোনা, ২ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ পদক জিতেছেন। ২০২২ সালের পুরুষদের ডাবলসে, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি প্রথমবারের মতো পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন।