বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে ৮০ কোটির বেশি উপভোক্তা সরাসরি রেশন ব্যবস্থার সাথে যুক্ত। এই রেশন কার্ড (Ration Card) হোল্ডাররা সরকারের থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এই সুবিধাগুলির মধ্যে অন্যতম বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান। বেশ কিছু ক্যাটাগরীর রেশন কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকান থেকে চাল-গম দেওয়া হয়।
রেশন ব্যবস্থায় প্রতিদিন ভারতের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন প্রতিদিন। একদিকে যেমন রেশন ব্যবস্থার ফলে কোটি কোটি মানুষের উপকার হচ্ছে, তেমনই অপরদিকে বেশ কিছু অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী এই ব্যবস্থার ফায়দা লুটছেন। অসৎ উপায়ে রেশন ব্যবস্থার মাধ্যমে তারা টাকা উপার্জনের চেষ্টা চালাচ্ছেন। রেশন ব্যবস্থার অপব্যবহার রুখতে কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক বাধ্যতামূলক করে।
এর আগে কেন্দ্রীয় সরকার জানায় আগামী ৩০ শে জুন ২০২৩ এর মধ্যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত এই কাজটি করে উঠতে পারেননি। সেইসব মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ফের একবার বৃদ্ধি করল রেশন কার্ডের সাথে আধার লিংকের সময়সীমা।
রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করালে এক ব্যক্তির নামে থাকা একাধিক রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এছাড়াও যারা মৃত ব্যক্তির রেশন কার্ড দিয়ে রেশন তোলেন সেই পথও বন্ধ হয়ে যাবে। ফলে অসৎ উপায়ে রেশন ব্যবস্থার অপব্যবহার রোখা যাবে অনেকটাই। সম্প্রতি কেন্দ্র সরকার জানিয়েছে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংকের সময়সীমা ৩ মাস বৃদ্ধি করা হয়েছে।
শেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে দেশের প্রত্যেক নাগরিককে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করাতে হবে। জালিয়াতি রোখা ছাড়াও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার আরো একটি সুবিধা রয়েছে। রেশন কার্ডের সাথে আধার লিংক থাকলে উপভোক্তারা দেশের যেকোনও প্রান্তের রেশন দোকান থেকে তাদের ন্যায্য রেশন তুলতে পারবেন।