রিশভ পন্থ বা শুভমান গিল নন, রোহিতের পর ভারত অধিনায়ক হতে পারেন এই দুর্দান্ত ক্রিকেটার!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট ফরম্যাটে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল অনেক আগেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) হারের পর এবার অনেকেই আর চাইছেন না রোহিতকে বৃহত্তর ফরম‍্যাটে ভারতীয় দলের (Team India) অধিনায়ক হিসেবে দেখতে। কিন্তু তাকে নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ একটা সুযোগ তাকে দিচ্ছে বিসিসিআই (BCCI)।

জুন মাসে ভারতীয় দল আর কোনও দ্বিপাক্ষিক সিরিজি খেলছে না। তারপর জুলাই মাসে তারা উড়ে যাবে ক্যারিবিয়ান ভূমে। সেখানে একটি টেস্ট টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওই টেস্ট সিরিজ হতে চলেছে রোহিত শর্মার অ্যাসিড টেস্ট। এমনিতে ওই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের পাঠানোর কথা ছিল না। কিন্তু পরিস্থিতির কারণে সম্ভবত কিছু বদল আসতে চলেছে পরিকল্পনায়।

লোকেশ রাহুলের নেতৃত্বে হয়তো ওই সিরিজে মাঠে নামতো ভারতীয় দল। কিন্তু চোটের কারণে তিনি এখন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। আপাতত ওই সিরিজকেই রোহিতের অগ্নিপরীক্ষা হিসেবে দেখছে বিসিসিআই। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত নয় আর। ওই সিরিজে প্রত্যাশা মতো ফল না হলে পরবর্তী টেস্ট সিরিজেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তবে লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দল বিদেশে যে টেস্ট ম্যাচগুলি খেলেছে, খুব একটা ভালো নয়। রিশভ পন্থ সুস্থ হয়ে কবে ফের পাঁচ দিন ধরে টানা মাঠে থেকে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন, সেই নিয়ে অনেকের মনেই বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। এমন অবস্থায় ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নামটাও হাওয়ায় ভাসছে।

test shreyas

এই মুহূর্তে চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। কিন্তু তার অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় দলে তার স্বল্পদৈর্ঘ্যের কেরিয়ার মোটেই নিন্দার পরিসংখ্যান যুক্ত নয়। এমন অবস্থায় যদি ভারতীয় দল টেস্ট ক্রিকেটে তরুণদের নিয়ে এগোতে চায় তাহলে তাকে অধিনায়ক হিসেবে দেখাটা হয়তো খুব বড় ভুল সিদ্ধান্ত নাও হতে পারে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর