ঘরে থাকা এই বিশেষ উপাদান দিয়ে তুলতে পারেন মুখের মেক আপ

বাংলাহান্ট ডেস্ক : মুখে আমরা যত্ন নেওয়ার জন্যে বেশ নানারকম ফেসপ্যাক মাখি তবে ঘরোয়া ফেস প্যাক এর কোনো তুলনা হয়না। মুখের চামড়া সুস্থ রাখার জন্যে সবজি আর ফল বেশী করে খেতে হবে। প্রথমেই বলে রাখা ভালো যে সবজি গুলো খেলে আপনার শরীরে উপকার পাবেন তাতে ত্বকের ওপর প্রভাব পড়বে আর তাই ফল আর সবজি এসব খেতে হবে বেশী করে তবেই ত্বক ভালো থাকবে। আর নিয়মিত নিজের যত্ন নিতে হবে। আর ঘুমোতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন।আর মুখে মেক আপ তোলার জন্য ব্যবহার করা উচিত মধু।

honey for asthma treatment

মধুর সাহায্যে ফিরিয়ে আনুন হারানো জেল্লা 

মধু প্রায় আমাদের সবার ঘরেই থাকে। এন্টিব্যাকটেরিয়াল এবং সেই সাথে চামড়াকে  ময়শ্চারাইজিং করতে সাহায্য করে মধু। আর ত্বকের মেক আপ তোলার জন্য প্রয়োজন মধু বেকিং সোডার বিশেষ প্যাক। মধু এবং তাতে একটু বেকিং সোডা মিশিয়ে এই প্যাকটি মেক তোলার সময় মুখে মেখে নিতে হবে। পড়ে মাইল্ড সাবান এবং ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে নিলেই আর মেক আপের খারাপ প্রভাব পড়বে না।

সম্পর্কিত খবর