গোলাপজল, হলুদ এবং বেসনের প্যাকে করুন বাজিমাত, পান ঝলমলে ত্বক

বাংলাহান্ট ডেস্ক :মুখে আমরা যত্ন নেওয়ার জন্যে বেশ নানারকম ফেসপ্যাক মাখি তবে ঘরোয়া ফেস প্যাক এর কোনো তুলনা হয়না। মুখের চামড়া সুস্থ রাখার জন্যে সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। গরমে একটা প্রধান সমস্যা হলো ত্বক ঘামানো এবং কালচে দাগ পড়া এর জন্যই ব্যবহার করা যেতে পারে হলুদ, গোলাপ জল, আর বেসনের ফেস প্যাক। হলুদ গুঁড়ো অল্প, এক চামচ গোলাপ জল, আর এক চামচ বেসন একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর এই পেস্ট ত্বকে ব্যবহার করতে হবে। মুখের আলতো ঘষে মাখতে হবে। ১০-১৫ মিনিট পর মুখ শুকিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেললে ত্বক ভালো থাকবে। তবে এটা নিয়মিত ব্যবহার করতে হবে।

o WOMAN THINKING facebook 1
Serious fun thinking young woman looking up

আর সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবের অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন।সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ।

ত্বক পরিস্কার করতে সবসময় কাঁচা দুধ ব্যবহার করাই উচিত। কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে চেপে চেপে মুখ, গলা, ঘাড় ভাল করে পরিস্কার করুন। আমরা নিজেদের সুন্দর লাগার জন্য মেক আপ করি। কিন্তু এই মেক আপ তুলতে না পারলে ত্বক খারাপ হয়ে যায়।


সম্পর্কিত খবর