বাংলাহান্ট ডেস্ক : গরমে একটা প্রধান সমস্যা হলো ত্বক ঘামানো এবং কালচে দাগ পড়া এর জন্যই ব্যবহার করা যেতে পারে টক দই, এলোভেরা জেল, লেবু এবং পাকা পেঁপে। এই চারটে উপাদান ভালো করে বেটে নিতে হবে তারপর রোজ একবার করে ত্বকের যেসব জায়গায় কালচে দাগ এবং ফোঁড়ার দাগ আছে সেখানে এই প্যাক মাখতে হবে। এই প্যাক নিয়ম করে মেখে আধ ঘন্টা রাখতে পারলে মুখে দাগ মিলিয়ে যাবে খুব শীঘ্রই। তাই ঘরে বানিয়ে এই প্যাক মাখুন রোজ আর পান জেল্লাদার ত্বক।
ত্বক ভালো রাখার টিপস
ত্বক ভালো রাখার জন্য হাতে রাখুন কিছু সময়। আর মেনে চলুন এসব নিয়ম। প্রথমেই ত্বক ভালো রাখতে রোজ পর্যাপ্ত পরিমানে জল খান, রোজ নিয়ম করে খাবার খান। মুখে আমরা যত্ন নেওয়ার জন্যে বেশ নানারকম ফেসপ্যাক মাখি তবে ঘরোয়া ফেস প্যাক এর কোনো তুলনা হয়না। মুখের চামড়া সুস্থ রাখার জন্যে সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন।