বাংলাহান্ট ডেস্ক : বাংলার দুই লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের ভোট যুদ্ধের ফলাফল আজ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনের ভোট গণনার কাজ। ইতিমধ্যেই বালিগঞ্জের গণনা কেন্দ্রে পৌঁছেছেন বাবুল সুপ্রিয় এবং কেয়া ঘোষ। ডেভিড হেয়ার ট্রেনিং স্কুলেই চলছে ভোট গণনার কাজ। ১৯ রাউন্ডেই হবে গণনা। নিজেদের জয়ের ব্যাপারে অবশ্য প্রত্যয়ী দুই প্রার্থীই।
অন্যদিকে আবার আসানসোলে এগিয়ে গেছেন অগ্নিমিত্রা পাল। সকাল থেকে পোস্টাল ব্যালটে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা কিছুটা এগিয়ে থাকলেও গণনা এগোনোর সঙ্গে সঙ্গেই পিছিয়ে পড়েছেন তিনি। এখনও অনেকগুলি রাউন্ডের গণনা বাকি থাকলেও এই পরিস্থিতি যে চাপ বাড়াচ্ছে শাসকদলের তা বলাই বাহুল্য।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে একুশের বিধানসভা নির্বাচনে ৭৩ হাজার ভোটের মার্জিনে জিতেছিলেন প্রবাদপ্রতিম তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু গতবছর প্রয়াত হন তিনি। বালিগঞ্জ কেন্দ্রের ৫১% ই সংখ্যালঘু ভোটার যাদের উপর এতদিন একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে তৃণমূল। কিন্তু এবার ময়দানে নেমেছেন বাম প্রার্থী সায়রা হালিমও। ফলে অনেকটাই সংখ্যালঘু ভোট কাটতে পারেন তিনি। এছাড়াও বাবুল সুপ্রিয়র প্রাক্তন বিজেপি নেতা হিসেবেও ভাবমূর্তি কিছুটা সেমসাইডে গোল দিতে পারে। এই অবস্থায় বিজেপি প্রার্থী কেয়া ঘোষের দাবি তিনিই জয়ী হবেন এই কেন্দ্রে। যদিও তৃণমূলের অবশ্য পালটা দাবি এই কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জিতবেন বাবুল সুপ্রিয়।
গত ১২ এপ্রিল অনুষ্ঠিত হয় দুই কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট গণনা। নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে সিসিটিভির মাধ্যমেও নজর রাখছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।