একুশের নির্বাচনে এগিয়ে থাকবে কোন দল, পাবে কত আসন, দেখে নিন জনমত সমীক্ষা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বাংলার (west bengal) নির্বাচনের দামামা বেজে উঠেছে। চলছে সভা, সমাবেশ, মিছিলের লড়াই। এরই মধ্যে আবার C-Voter Opinion Poll -র সমীক্ষা বলল একুশেও সবুজময় হতে চলেছে বাংলার আকাশ।

সমীক্ষার রিপোর্ট বলছে-

বাংলার ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখা যাবে, নির্বাচনের পর? রিপোর্ট বলছে-

মমতা ব্যানার্জির দিকে ভোট রয়েছে – 49%, সেকেন্ড পছন্দের তালিকায় দিলীপ ঘোষ – 19%, এরপর বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় – 13%। এরপর মুকুল রায় (7%), সুজন চক্রবর্তী (4%) এবং অধীর চৌধুরী (3%) রয়েছেন।

একুশের নির্বাচনে কোন দল কত আসন সংখ্যা পেতে পারে? সেই হিসেব বলছে-

তৃণমূল পেতে পারে 154-162 টি আসন। এরপর দ্বিতীয় স্থানে 98-106 টি আসন নিয়ে থাকতে পারে বিজেপি। 26-34 টি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকতে পারে বাম কংগ্রেস জোট এবং অন্যান্যরা পেতে পারে 2-6 টি আসন।

অর্থাৎ, C-Voter Opinion Poll -র সমীক্ষা বলছে- 

43% ভোট পেয়ে নিজের জায়গা ধরে রাখবে তৃণমূল। প্রাপ্য ভোটের পরিমাণ কম হলে, বাংলার মসনদে থাকছে আবারও থাকছে ঘাসফুল। বাংলা দখলের চেষ্টা করেও 38% ভোট পেতে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূল এবং বিজেপিকে প্রতিদ্বন্ধি করে নিজেদের ক্ষমতা দেখনোর লড়াইয়ে 12% ভোট পেতে পারে বাম কংগ্রেস জোট। আর মাত্র 8% ভোট যেতে পারে অন্যান্যদের পকেটে।

সম্পর্কিত খবর

X