সি-ভোটার সমীক্ষাঃ ৭২ শতাংশ মানুষের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজত্বে মূল্যবৃদ্ধি বেড়েছে

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) রাজত্বে মুদ্রাস্ফীতির হাল কেমন তা নিয়ে এক সমীক্ষা করা হয়েছিল। আইএএনএস সি-ভোটার বাজেটের এক সমীক্ষায থেকে জানা গিয়েছে- দেশের প্রায় ৭২.১ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজত্বে মুদ্রাস্ফীতির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ছে এবং ৪৮.৪ শতাংশ মানুষের দাবি গত একবছরে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কোন উন্নতিও হয়নি।

২০১৫ সালে ১৭.১ শতাংশ মানুষ বলেছিলেন মোদীর রাজত্বে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের পর অর্থনৈতিক মোর্চায় মোদী সরকারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে এবছর, এমনটা মনে হয় ৪৬.৪ শতাংশ মানুষের। অন্যদিকে ৩১.৭ শতাংশ মানুষের দাবি, যথেষ্ট ভালো পারফরম্যান্স হয়েছে মোদী সরকারের।

Inflations 750x563 1

সমীক্ষায় মানুষের মনে হয়েছে, ২০১০ সালে মনমোহন সিং-র প্রধানমন্ত্রীত্বের পর কোন সরকারের এত খারাপ পারফরম্যান্স হল। ৪৮.৪ শতাংশ মানুষের দাবি গত এক বছরে সাধারণ মানুষের জীবনযাত্রার মান খারাপ হয়েছে। অন্যদিকে ২৮.৮ শতাংশ মানুষের কাছে মোদী সরকারের আমলে মানুষের জীবনাযাত্রার মান উন্নত হয়েছে বলেই মনে হয়েছে। তবে ২১.৩ শতাংশ মানুষের কাছে কোন কিছুই পরিবর্তন হয়নি বলে মনে হয়েছে।

তবে এসবের মধ্যেও হাল ছাড়েননি ৩৭.৪ শতাংশ মানুষ। তাদের দাবী, আগামি এক বছরের মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রা বর্তমানের থেকে অনেক উন্নত হবে। কিন্তু ২৫.৮ শতাংশ মানুষ মনে করে এর ঠিক উল্টোটা। তবে ২১.৭ শতাংশ মানুষের ধারণা এখন যা আছে, ভবিষ্যতেও তাই থাকবে। কিছুই বদলাবে না। এমনটাই উঠে এসেছে সমীক্ষায়।


Smita Hari

সম্পর্কিত খবর