বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলার মধ্যেই ফের নতুন বিতর্ক। এ বার প্রশ্ন উঠেছে যে, যাঁরা নাগরিকত্ব সংশোধন আইন বা CAA-তে আবেদন করেছেন, তাঁরা কি ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় নাম তুলতে পারবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার এই এসআইআর আবহেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নড়েচড়ে বসেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
হাই কোর্টে (Calcutta High Court) আবেদন স্বেচ্ছাসেবী সংস্থার
স্বেচ্ছাসেবী সংস্থাটির তরফে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আবেদন জানানো হয়েছে যাতে সিএএ-তে আবেদনকারীদের দেওয়া রসিদকে বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে (SIR) অনুমোদিত নথি হিসেবে গ্রহণ করা হয়। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আবেদনে কী বলা হয়েছে?
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে করা আবেদনে বলা হয়েছে, বহু মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করেছেন। কিন্তু যদি তাঁদের আবেদনের রসিদকে বৈধ নথি হিসেবে গ্রহণ না করা হয়, তাহলে তাঁরা নাগরিকত্ব প্রক্রিয়া থেকেও বঞ্চিত হবেন। তাই সেই রসিদকে এসআইআরের জন্য বৈধ প্রমাণ হিসেবে অনুমোদনের আর্জি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হবে। ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করছেন। এই প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ে বহু মানুষ সিএএ-র আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করছেন। ফলে দুই প্রক্রিয়া চলার সময়ই সংযোগ তৈরি হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে আবেদনকারীদের মধ্যে।
এর আগে হাই কোর্টে (Calcutta High Court) বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় আদালতের নজরদারিতে এসআইআর পরিচালনার দাবি জানানো হয়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, আগামী ১৮ নভেম্বরের মধ্যে সেই মামলার হলফনামা জমা দিতে হবে।

আরও পড়ুনঃ তীর্থঙ্কর ঘোষের পর আরজি কর মামলার শুনানি থেকে ফের সরে গেলেন বিচারপতি দেবাংশু বসাক, কেন?
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষের আইনজীবী আদালতের (Calcutta High Court) কাছে আবেদন করেছেন যাতে বিষয়টির শুনানি দ্রুত হয় এবং সিএএ আবেদনকারীদের রসিদকে বৈধ নথি হিসেবে অনুমোদন দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে সোমবারই সেই শুনানির সম্ভাবনা। এই সিদ্ধান্তের উপরই নির্ভর করবে, সিএএ আবেদনকারীরা আসন্ন ভোটার তালিকার সংশোধনে অংশ নিতে পারবেন কি না।













