বাংলা হান্ট ডেস্ক : অবশেষে পাশ হয়ে গেল রাজ্যসভায় নাগরিকপঞ্জি বিল 125 ভোটে পাস হলো নাগরিকপঞ্জি বিল।নাগরিকপঞ্জি বিল নিয়ে অসম থেকে ত্রিপুরা সকলের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে আর বিরোধীরা সেই ধারণাকে কাজে লাগিয়ে তৈরি করেছে সরগরম রাজ্য রাজনীতি।
কিন্তু সেই রাজনীতির পালাবদল ঘটেছে।বিজেপির অমিত শাহ পরিষ্কার রাজ্যসভায় জানিয়ে দিয়েছেন যে কোন রকম মুসলিমদেরকে তাড়ানোরকথা নেই। বিল হয়েছে শুধুমাত্র পার্শ্ববর্তী কিছু দেশের মানুষকে অত্যাচারিত লাঞ্চিত হয়েছে তাদেরকে স্থান দেবার জন্য।
এই বিলের সমস্ত খসড়া এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে তর্কবিতর্কের পর এই বিল পাস করা নিয়ে লোকসভার শোরগোল সৃষ্টি হলেও তা পাস হয়ে যায় অনায়াসেই। এবার রাজ্যসভায় বিল পাশের দিকে নজর ছিল সরকারের।
আর রাজ্যসভায় বিল পাস করতে গিয়ে একবারের জন্য মুখ থুবড়ে পড়তে হয়নি সরকারকে। বিরোধীদের সমস্ত আশা ব্যঞ্জনা কে দূরে সরিয়ে এককথায় ক্লিন সুইপ করে বিল পাস করালো বর্তমান কেন্দ্র সরকার।