বড়সড় ঝটকা খেতে চলেছে মমতা! দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছে CAG

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার রাজ্যে (West Bengal) কেন্দ্র থেকে লোক পাঠানো হচ্ছে। রাজ্যে মিড ডে মিলের (Midday Meal Scheme) আর্থিক খরচ খতিয়ে দেখতে CAG অডিটের বিশেষ টিম এবার আসছে রাজ্যে। এর আগে এসেছিল কেন্দ্রীয় দল। সেই দল খতিয়ে দেখে তেমন কিছু পায়নি। এবার অভিযোগ করা হয়েছে নয়ছয় হয়েছে মিড ডে মিলের টাকা। তাই এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অডিটের জন্য অনুরোধ করেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগকে।

কেন্দ্রের তরফে এরকম নির্দেশিকা জানানো হলেও রাজ্যের তরফ থেকে এখন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিড ডে মিলের কেন্দ্রীয় দল সম্প্রতি রাজ্যে এসে পরিদর্শন করে গিয়েছে। পিএম পোষণ প্রকল্পের হালহকিকত পরিদর্শন করেন জয়েন্ট রিভিউ মিশনের অধীনে ১১ সদস্যের প্রতিনিধিদল।

রাজ্যে মিড ডে মিলের অবস্থা দেখার জন্য এই দল বিভিন্ন জেলায় পরিদর্শনে যায়। কেন্দ্রীয় সরকার দাবি করছে, পশ্চিমবঙ্গে গত ৩ বছরে মিড মিলের জন্য বরাদ্দ টাকা নয়ছয় করা হয়েছে। সেই হিসাব খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ক্যাগকে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ক্যাগের এই রিপোর্ট হাতে এলে।

mid day meal

সম্প্রতি রাজ্যের বিরোধীরা অভিযোগ করে যে মিড ডে মিলের জন্য কেন্দ্রের পাঠানো টাকা রাজ্য সরকার অন্যান্য প্রকল্পের খরচা করছে। এই অভিযোগ করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছেও। সূত্রের খবর, সিএজি অডিটের এই বিশেষ টিম বৈঠক করবে রাজ্যে শিক্ষা দফতরের অফিসার এবং রাজ্যের অর্থ দফতরের অফিসারদের নিয়েও।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর