সংরক্ষণ নয়, OBC-দের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপ করতে হবে! জানাল কলকাতা হাই কোর্ট

Published on:

Published on:

calcutta high court on obc

বাংলা হান্ট ডেস্কঃ OBC ইস্যুতে জট অব্যাহত। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা। এরই মধ্যে বুধবার বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আপাতত আবেদনকারীরা সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলআপ করতে পারবেন। একইসাথে এদিন রাজ্যের হলফনামা তলব করেছে হাইকোর্ট।

ঠিক কী বলল হাইকোর্ট? Calcutta High Court

হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ জানিয়েছে, আবেদনকারীরা সাধারণ ক্যাটাগরিতে ফর্ম পূরণ করতে পারলেও আপাতত ওবিসি ক্যাটাগরিতে ফর্ম জমা করতে পারবেন না। এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, ৩ এপ্রিল ও ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, উপযুক্ত প্রার্থীরা পূর্ব ক্যাটাগরিতে ফর্ম ভরতে পারেন। যারা পূর্বে পরীক্ষায় বসেছিলেন, তাঁদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

আইনজীবীর অভিযোগ, এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ৩০ মে-র জানিয়েছে ‘স্টেট ইজ ফ্রি টু অ্যাকমোডেট হিয়ার অ্যান্ড দেয়ার’, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আবেদনের ক্ষেত্রে ওবিসি-র জন্য যোগ্যতার মান বাড়িয়ে দেওয়া হয়েছে। ৪৫ শতাংশের বদলে ৫০ শতাংশ করা হয়েছে। তিনি বলেন, এই বাড়িয়ে দেওয়া মান অনেকের নেই।

বিচারপতি ভট্টাচার্য বলেন, ডিভিশন বেঞ্চ ২০১০ সালের ওবিসি তালিকা ও তার ক্যাটাগরিক ক্লাসিফিকেশন নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছে তা অমান্য করা যাবে না। এক্ষেত্রে আপাতত ওবিসি হিসেবে আবেদন করা যাবে না। তবে বিচারপতি এও বলেন, ৩০ মে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য হলে তারা সাধারণ ক্যাটাগরিতে আবেদন করতে পারেন।

Calcutta High Court

আরও পড়ুন: সরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ সব প্রক্রিয়ার নির্দেশ নবান্নর

এদিন রাজ্যকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সময়সীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে আবেদনকারীরা নির্দিষ্ট বেঞ্চে যেতে পারবেন বলে জানিয়েছে কোর্ট। হাইকোর্ট আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টের দেওয়া ৩১ ডিসেম্বরের সময়সীমা মেনেই নিয়োগ সম্পূর্ণ করতে হবে। কোনও কাট অফ ডেট নির্ধারিত না হলেও, সময়সীমা বৃদ্ধির আবেদন সেই নির্দেশকে প্রভাবিত করতে পারে বলে মত হাইকোর্টের। এবার সুপ্রিম কোর্ট ওবিসি সংক্রান্ত মামলায় কী রায় দেয়, সেদিকে নজর সকলের।