বাংলা হান্ট ডেস্কঃ কসবার ল’কলেজে এক আইনের ছাত্রীকে গণধর্ষণের (Kasba Rape Incident) অভিযোগ। এর আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও। এই ঘটনার প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ করতে চেয়েছিল বিজেপি (BJP)। তবে পুলিশি অনুমতি মেলেনি। জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই র্যালিতে শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।
কী কী শর্ত বেঁধে দিল হাইকোর্ট (Calcutta High Court)?
কসবা কাণ্ডের প্রতিবাদে কালীঘাট থেকে কসবা থানা অবধি মিছিল করতে চেয়েছিল বিজেপি। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু। তবে পুলিশ এই কর্মসূচিতে অনুমতি না দেওয়ায় উচ্চ আদালতের দ্বারস্থ হন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। মঙ্গলবার বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়েছে।
বিচারপতি এদিন প্রশ্ন করেন, অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। তাহলে থানা অবধি মিছিল কেন? মিছিলের সময় ও স্থান পরিবর্তন করার নির্দেশ দেন জাস্টিস ঘোষ। তাঁর পর্যবেক্ষণ, জায়গাটা ভীষণ ঘিঞ্জি। শেষ দু’দিন কলকাতায় সমস্যা হয়েছিল।
আরও পড়ুনঃ একধাক্কায় কমবে গ্যাসের খরচ! পুজোর আগেই বড় উপহার, সামনে নয়া আপডেট
হাইকোর্টের নির্দেশ, বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল শেষ করতে হবে। প্রথমে কালীঘাট থেকে কসবা থানা অবধি মিছিল করতে চেয়েছিল পদ্ম ব্রিগেড। তবে এবার রাসবিহারী থেকে কসবার ল’কলেজ অবধি মিছিল করবে বলে ঠিক করেছে বিজেপি যুব মোর্চা।
আগামীকাল দুপুর ১টায় রাসবিহারীতে জমায়েত হবে। ৩টে থেকে মিছিল শুরু হবে। বিকেল ৫টার মধ্যে মিছিল শেষের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মিছিল শেষ হওয়ার পর কসবা ল’কলেজের সামনে সভা করার পরিকল্পনা রয়েছে বলে খবর।
উল্লেখ্য, কসবা কাণ্ডে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনার প্রতিবাদে পথে নামছে বিজেপি। শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। সময়, স্থান পরিবর্তন হলেও আগামীকাল শুভেন্দুর মিছিল হচ্ছেই।