সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কোনও মিছিল করা যাবে না, ২১ জুলাই নিয়ে শর্তসাপেক্ষে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court allows TMC rally with strict timing

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভা নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবসের সভা ঘিরে রাস্তায় যেন কোন বিশৃঙ্খলা না ছড়ায় সেই ভাবনাতে নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার জানিয়ে দেন, মিছিল মঞ্চে ঢুকতে হবে সকাল ৮টার মধ্যে। শহরের পরিবহন ব্যবস্থা কোনওভাবেই বাধাপ্রাপ্ত হতে দেওয়া যাবে না। বিশেষ নজর দিতে হবে হাইকোর্ট সংলগ্ন ও উত্তর কলকাতার অফিসপাড়ায়। এ বার যেন অফিস টাইমে শহর থমকে না যায়, তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। এই সব শর্তের ভিত্তিতে সভা করার সবুজ সঙ্কেত মিলল তৃণমূলের।

হাইকোর্ট (Calcutta High Court) বলল সময় মানতেই হবে

এদিন আদালত (Calcutta High Court) যা বলল, তা কার্যত প্রশাসনকে দেওয়া কড়া নির্দেশ। বলা হয়েছে, সভা করতে কোনও সমস্যা নেই, কিন্তু জনজীবন স্তব্ধ হওয়া চলবে না। যাঁরা শহরে অফিস করেন, আদালতে যান, তাঁদের কাজের পরিবেশে কোনও প্রভাব পড়া উচিত নয়। তৃণমূলের সভার সময় নির্দিষ্ট করে দেওয়ার নেপথ্যেও সেই ভাবনাই কাজ করছে বলে মত ওয়াকিবহাল মহলের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দল এই নির্দেশ মেনে চলবে। সকাল ৮টার মধ্যে প্রায় সব মিছিলেই শহরে ঢুকে পড়বে বলেই জানানো হয়েছে। তবে এবার দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে পুলিশের সামনে।

High Court allows TMC rally with strict timing

আরও পড়ুনঃ ‘বাংলায় লিখে ভোট চাই, অথচ বাঙালিদের হেনস্থা?’, মোদীকে তোপ TMC-র

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই শহরে বড় জমায়েত ঘিরে রাস্তায় বেহাল অবস্থার চিত্র উঠে এসেছে। রাজপথ বন্ধ, অফিস টাইমে যানজট, অ্যাম্বুল্যান্স আটকে যাওয়ার ঘটনাও দেখা গিয়েছে। তাই এবার আদালত (Calcutta High Court) সরাসরি সময় বেঁধে দিল। ২১ জুলাইয়ের মিছিল তাই এবার আর ‘দিনভর উৎসব’ হবে না। সকাল সকাল পৌঁছতে হবে সভায়। এখন দেখার, সব শর্ত মেনেই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয় কি না।