‘বার বার এটা হতে পারে না’, রাজ্যের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ হাইকোর্ট! এল কড়া নির্দেশ, কোন মামলায়?

Published on:

Published on:

calcutta high court(14)

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার রাজ্য সরকারের (Government Of West Bengal) ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। রাজ্যকে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্ন, ‘কলকাতার জলা জমি আগের অবস্থায় ফেরত কবে পাওয়া যাবে?’ শহরের মানুষ আবার কবে জল দেখবেন সেই টাইমলাইনও জানতে চান জাস্টিস সিনহা। সোমবার মুকুন্দপুরে জলাভূমি সংক্রান্ত এক মামলায় রাজ্য সরকারকে প্রশ্নেবাণে বিদ্ধ করল রাজ্যের সর্বোচ্চ আদালত।

রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট | Calcutta High Court

গতকাল এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, যাঁরা এই ধরনের মামলা করছেন, জলাভূমি বাঁচানোর লক্ষ্যে সেই সব মামলাকারীর পাশে দাঁড়ানোটা রাজ্যের উচিত। রাজ্যের উদ্দেশে হাইকোর্টের প্রশ্ন, “ওই জায়গায় ৫৫০ বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আপনারা মাত্র দু’টো বেআইনি নির্মাণ খুঁজে পেলেন?”

বিচারপতির প্রশ্ন, “ক’টা অর্ডার দেওয়া হয়েছে? আর ক’টা ভাঙা হয়েছে?” উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, “কিছু দোকান পাওয়া গিয়েছে।” ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, “একটা এক চালার দোকান ভেঙে বলছেন বেআইনি নির্মাণ ভেঙেছেন?”

এরপরই বিচারপতি বলেন, “আদালত আর কলকাতার মানুষ জলাভূমি ফেরত চান। বার বার তো একই জিনিস হতে পারে না।” রাজ্যের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে বিচারপতি বলেন, “আদালত আপনাদের সময় দেবে আর আপনারা কাজের অগ্রগতি দেখাতে পারবেন না এটা হবে না। ” এরম হলে আদালত শক্ত হতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

Calcutta High Court

আরও পড়ুন: আজ থেকে ফের ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চলবে আগামী সোমবার পর্যন্ত: আবহাওয়ার খবর

কী নিয়ে মামলা?

‘ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথারিটি’-র চিফ টেকনিক্যাল অফিসারের আদালতে জমা দেওয়া এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখেই অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। আদালতের নির্দেশ, বেআইনি নির্মাণ চিহ্নিত, হলেও উদ্যোগ দেখা যায়নি। যাতে ওই জমিটি আগের অবস্থায় ফেরত যায় তার জন্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ হাইকোর্টের।